পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ১০ দফা দাবিতে পাম্পগুলোয় ধর্মঘট চলছে। বুড়িরহাট, রংপুর, ২৫ মেসকালে একঝলক রোদের দেখা মিলতেই কিষানিরা ধান নিয়ে ব্যস্ত। সড়কে ধান ঝাড়ছেন কিষানি। হারাটি, রংপুর, ২৫ মে
বিজ্ঞাপন
মাটির ঘরের জানালায় বসে আছে বিড়ালছানাটি। মালশিন, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৫ মে
বিজ্ঞাপন
সেতুর নিচ দিয়ে খালে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর নতুন পানি, সেই পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। গোলডাঙ্গী, ফরিদপুর, ২৫ মেবাগানির কাছ থেকে কাঁঠাল কিনেছেন শহর থেকে আসা পাইকাররা, শ্রমিকেরা ট্রাক ভর্তি করছেন দেশের বিভিন্ন প্রান্তে নেওয়ার উদ্দেশ্যে। কুতুকছড়ি, রাঙামাটি, ২৫ মেগাছে পেকেছে বট ফল। হড়িয়াল পাখিটি খেতে এসেছে পছন্দের ফল। নানিয়ারচর, রাঙামাটি, ২৫ মেখুলনা থেকে সকালে আসা তালের অস্থায়ী পাইকারি বাজার বসেছে সড়কের ধারে। ১০০ তাল পাইকারি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২৫ মেভোরে বৃষ্টির পরের সকাল। সেই সকালে গাছের ডালে বসে আছে পাখিটি। কুতুকছড়ি ভুয়ো আদাম, রাঙামাটি, ২৫ মেআমের মৌসুম চলছে। পাইকারি বাজার থেকে ঠেলায় করে আম নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন খুচরা বিক্রেতা। রিকাবীবাজার, সিলেট, ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে নজরুল পরিষদের আয়োজনে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনী পর্বে নৃত্য পরিবেশন করে শিল্পীরা। কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চ, রিকাবীবাজার, সিলেট, ২৫ মেরোদ থেকে রক্ষায় মাথায় মাথাল দিয়ে রিকশা নিয়ে বেরিয়েছেন চালক। বিয়ানীবাজার, সিলেট, ২৫ মেখালের পানিতে খুঁচনি জাল দিয়ে মাছ ধরছে কয়েকটি শিশু–কিশোর। চন্দ্রমোহন, বরিশাল, ২৫ মেকালাবদর নদে জাল টেনে মাছ ধরছেন জেলেরা। জালে আটকা পড়েছে গুঁড়া কাচকি মাছ। নৌকা নিয়ে খালের পাড়ে এসে জালে আটকা মাছ লাঠি দিয়ে ছাড়িয়ে নিচ্ছেন দুই জেলে। ভেদুরিয়া, চদ্রমোহন, বরিশাল, ২৫ মেশুকনা পাতার আড়ালে খাবারের খোঁজে ডোরাকাটা কাঠবিড়ালি। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ২৫ মেসারা রাত নদীতে মাছ ধরেছেন তাঁরা। ভোরের আলো ফুটতেই মাছ নিয়ে রওনা হয়েছেন হাটের পথে। চরকোমরপুর, পাবনা, ২৫ মেখেত থেকে এনে কলা রাখা হয়েছিল সড়কের পাশে। দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য সেখান থেকে ট্রাকে তোলা হচ্ছে। পদ্মা ঘাট, পাবনা, ২৫ মেবৃষ্টিতে ডুবে গেছে কিছু নিচু জমির বোরো ধান। ঘোড়ার গাড়িতে করে সেই ধান বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ২৫ মেবিক্ষোভ কর্মসূচির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের কার্যক্রম ছিল বন্ধ। তাই সেবা নিতে এসেও কাউকে না পেয়ে অপেক্ষারত দুই ব্যক্তি। গুলিস্তান, ঢাকা, ২৫ মেদুপুরের তীব্র রোদে গাছের ডালে ক্লান্ত শরীর জিরিয়ে নিতে চোখ বুজে শুয়ে আছে বানরটি। পানি উন্নয়ন বোর্ড আবাসিক এলাকা, সিলেট, ২৫ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। আগারগাঁও, ঢাকা, ২৫ মে