রাস্তার পাশে ঝোপঝাড়ে বসেছে একটি কাঠশালিক পাখি। পাড়দিয়াকুল, কটিয়াদী, কিশোরগঞ্জ, ১৩ নভেম্বরঘোড়া দিয়ে হালচাষ করছেন দুই কৃষক। গ্রামাঞ্চলে এখনো দেখা যায় পুরোনো দিনের এমন চাষাবাদের দৃশ্য। করগাঁও, কটিয়াদী, কিশোরগঞ্জ, ১৩ নভেম্বরনাটোরের চলনবিল থেকে তুলে আনা পানিফল বিক্রির জন্য আনা হয়েছে। টাউন হল, রংপুর, ১৩ নভেম্বরকাপ্তাই হ্রদের পাড়ে ডোরাকাটা ফড়িং। কাটাছড়ি, রাঙামাটি, ১৩ নভেম্বর
বিজ্ঞাপন
সকালের মিষ্টি রোদে আমন ধান কাটতে ব্যস্ত এক পাহাড়ি নারী। লেমুঝিরি মারমা পাড়া, বান্দরবান, ১৩ নভেম্বরশীত সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রির জন্য পুরোনো গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। বাবুপাড়া, রংপুর, ১৩ নভেম্বরইঞ্জিনচালিত দুই নৌকা পাশাপাশি ছুটছে গন্তব্যের দিকে। জেলেপাড়া, রাঙামাটি, ১৩ নভেম্বর
বিজ্ঞাপন
গরুর খাবারের জন্য থুরং (ঝুড়ি) ভর্তি ঘাস নিয়ে বাড়ি ফিরছেন প্রবীণ এক ব্যক্তি। ভাঙ্গামুড়া, বান্দরবান, ১৩ নভেম্বরহিম ছড়ানো সকালে সাইকেলে চড়ে বিদ্যালয়ের পথে চলেছে দুই শিক্ষার্থী। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ নভেম্বর সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আটটি গ্রামের হাজারো মানুষ। বাউফল, পটুয়াখালী, ১৩ নভেম্বরঢাকা–খুলনা মহাসড়কের সোয়াদী এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়। আলগি, ফরিদপুর, ১৩ নভেম্বরঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ভাঙা স্থান থেকে উড়ছে ধুলা। ধুলাময় সড়কে চলাচল করছে যানবাহন ও লোকজন। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৩ নভেম্বরপথের পাশে কতবেল বিক্রি করতে বসেছেন এই বিক্রেতা। গল্লামারী, খুলনা, ১৩ নভেম্বরহাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করতে করতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৩ নভেম্বরসকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার চিত্র। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১৩ নভেম্বরগভীর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে ইছাক সরদারের জালে প্রায় সাড়ে ২৩ কেজি ওজনের এই কাতলা মাছটি ধরা পড়ে। গোয়ালন্দ; রাজবাড়ী, ১৩ নভেম্বররাংসা নদীতে সেতু না থাকায় এভাবেই পারাপার হয় মানুষ। তারাকান্দা, ময়মনসিংহ, ১৩ নভেম্বরওয়াসার পানির চাপ না থাকায় এসব ফায়ার হাইড্রেন্টগুলো ব্যবহৃত হচ্ছে না। সুগন্ধা আবাসিক এলাকা, চট্টগ্রাম, ১৩ নভেম্বরহাইকোর্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। হাইকোর্ট প্রধান ফটক, ঢাকা, ১৩ নভেম্বরমানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণার আগে ছাত্রশিবির হাইকোর্ট এলাকায় মিছিল বের করে। হাইকোর্ট চত্বর, ঢাকা, ১৩ নভেম্বর