নীল পালক মৌটুসী পাখি। খাবারের খোঁজে গাছের ডালে। কামিলা ছড়ি আগরবাগান, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বরবাজারে পাটের দাম ভালো যাচ্ছে। সকাল সকাল তালমার সাপ্তাহিক হাটে পাট বিক্রি করতে যাচ্ছেন কৃষকেরা। সন্তোষী, ফরিদপুর, ১৫ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
ইঞ্জিনচালিত নৌকায় কাঠের গুঁড়ি ভর্তি করে বিক্রি করতে যাচ্ছেন পাহাড়ি এক তরুণ। মানিক ছড়ি, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
পুকুরে মাছ ধরছেন তিনি। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৫ সেপ্টেম্বরজলাবদ্ধতায় মাছের ঘেরের পানি আর খালের পানি একাকার হয়ে গেছে। মাছ পাওয়ার আশায় ডোঙায় বসে স্থানীয় এক অধিবাসী পাতলা জাল পাতছেন। রংপুর, ডুমুরিয়া, খুলনা, ১৫ সেপ্টেম্বরসাতসকালেই বৃষ্টির বাগড়া। বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিক্ষার্থীরা। ডিবি সড়ক, গাইবান্ধা, ১৫ সেপ্টেম্বরগাছে থোকা থোকা ঝুলছে ঔষধি ফল আমলকী। পৌর পার্ক, গাইবান্ধা, ১৫ সেপ্টেম্বর বিক্রির জন্য তুলে আনা হয়েছে লাল ও সাদা শাপলা। কৃষকের বাজার, ময়মনসিংহ, ১৫ সেপ্টেম্বর অহর বড়ই ফলটি ভিটামিনসমৃদ্ধ, শিশুরা খেতে পছন্দ করে বেশ। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বররঙিন ফুলে বসেছে হলুদ বোলতা। বিসিক শিল্পনগরী, কুমিল্লা, ১৫ সেপ্টেম্বরভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীতে পানি বেড়েছে। তিস্তা ব্যারাজ, নীলফামারী, ১৫ সেপ্টেম্বরপানি বেড়ে যাওয়ায় তিস্তার চরে আবাদ করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১৫ সেপ্টেম্বরপানি বেড়েছে তিস্তায়। তীরের কাছে মাছ ধরছেন এক জেলে। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ১৫ সেপ্টেম্বরসকালে একপশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে আছে তেলাকুচা ফুল ও পাতা। মাওনা, শ্রীপুর, গাজীপুর। ১৫ সেপ্টেম্বরবরইগাছের গায়ে জন্মেছে ‘জেলি ইয়ার’ নামের ছত্রাক। ডলুপাড়া, বান্দরবান, ১৫ সেপ্টেম্বরঢেঁকি শাকের ডগায় বসে আছে গিরগিটি। গুংগুরু, বান্দরবান, ১৫ সেপ্টেম্বরআড়ত থেকে পেঁয়াজের বস্তা পিকআপ ভ্যানে তুলছে শ্রমিকেরা। পেঁয়াজপট্টি, বরিশাল, ১৫ সেপ্টেম্বরছোট ট্রলারে বরিশালের আশপাশের এলাকা থেকে আসা পণ্য আড়তে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। পোর্ট রোড, বরিশাল, ১৫ সেপ্টেম্বরপণ্য পরিবহনে সারা বছরই চাহিদা থাকে পাটের বস্তার। চালের মিলগুলোতে পাটের বস্তা পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে। বড় বাজার, পাবনা, ১৫ সেপ্টেম্বরসেচযন্ত্র ও টিউবওয়েলের সংযোগ দেওয়া যন্ত্রাংশ তৈরিতে ব্যস্ত কারিগর। পাটিকাবাড়ি, পাবনা, ১৫ সেপ্টেম্বরভরদুপুরে মাথায় মাথাল দিয়ে রাস্তার পাশে তোলা ডিঙিতে (একধরনের নৌকা) আলকাতরা দিচ্ছেন একজন। বটবেড়া, ডুমুরিয়া, খুলনা, ১৫ সেপ্টেম্বর