একঝলক (১৪ ডিসেম্বর ২০২৫)

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুর নগরের দমদমা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। দমদমা, রংপুর, ১৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
বাড়ির পাশের মাঠে ফুটবল খেলায় মেতেছে শিশু–কিশোরেরা। অযোধ্যানগর, হোমনা, কুমিল্লা, ১৪ ডিসেম্বর
সকালের নরম রোদে মাথা তুলে আছে লাউ ফুল। অনন্তপুর, সিলেট, ১৪ ডিসেম্বর
নৌকা ও জাল নিয়ে বিলে মাছ ধরছেন এক মৎস্যজীবী। বড় ভাটবাউর, মানিকগঞ্জ, ১৪ ডিসেম্বর
বিলেতি ধনেগাছ ধীরে ধীরে বড় হয়ে উঠছে। সেই খেতের আগাছা পরিষ্কার কাজ করছেন পাহাড়ি এক দম্পতি। মধ্যপাড়া, রাঙামাটি, ১৪ নভেম্বর
বিক্রির জন্য সড়কের ওপর শুকানো হচ্ছে মাছের আঁশ। অরণ্যপুর, কুমিল্লা, ১৪ ডিসেম্বর
সারা রাত পদ্মা নদীতে মাছ ধরে সকালে তীরে নৌকা বেঁধে রেখে গেছেন জেলেরা। গোলডাঙ্গী, ফরিদপুর, ১৪ ডিসেম্বর
পৌরসভায় পানির নতুন সরবরাহ লাইন স্থাপনের কাজ চলছে। সড়কের পাশে গর্ত করে এভাবে ফেলে রাখা হয়েছে। দেবাশীষ নগর, রাঙামাটি, ১৪ ডিসেম্বর
কুয়াশামাখা সকালে নদীতে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছেন মাঝিরা। সদরখলা, সিলেট, ১৪ ডিসেম্বর
মধু সংগ্রহে শর্ষে ফুলে মৌমাছির আনাগোনা। নিয়ামতপুর, কিশোরগঞ্জ, ১৪ ডিসেম্বর
পদ্মা নদীর তীরবর্তী ক্যানালের পানি শুকিয়ে গেছে। সেখানে অলস পড়ে আছে নৌকা। চর টেপুরা, ফরিদপুর, ১৪ ডিসেম্বর
গ্রামীণ সড়কের পাশে ফুটেছে বুনো ফুল। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ১৪ ডিসেম্বর
ভোরের আলোয় শিশিরভেজা সোনালি আমন ধান কাটছেন কৃষকেরা। মাথাভাঙা, বটিয়াঘাটা, খুলনা, ১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া শহরের সড়ক পতাকাশোভিত করা হচ্ছে। নওয়াববাড়ী মোড় এলাকা, বগুড়া, ১৪ ডিসেম্বর
বাড়ির একচিলতে ছাদে রোদে ধান শুকাতে দিচ্ছেন এই ব্যক্তি। উমরদীঘি, শাজাহানপুর, বগুড়া, ১৪ ডিসেম্বর
পুরোনো শ্যালো মেশিনের ট্যাংক রাঙিয়ে নতুন করা হচ্ছে। রেলস্টেশন, বগুড়া, ১৪ ডিসেম্বর
শুকনা ডালে বসে আছে ছোট্ট পাখি। তংপ্রুপাড়া, বান্দরবান, ১৪ ডিসেম্বর
গাছের জট পাকানো শিকড়ের ওপর খেলায় মেতেছে শিশুরা। রামজাদী, বান্দরবান, ১৪ ডিসেম্বর
সাতসকালে ঘাঘট নদের ধারে ধুলোমাটি নিয়ে খেলছে শিশুরা। লক্ষ্মণপাড়া, রংপুর, ১৪ ডিসেম্বর
নবজাতকের শরীরে সকালের মিষ্টি রোদ লাগাতে দাঁড়িয়ে আছেন এই  নারী। হাজীপাড়া, রংপুর, ১৪ ডিসেম্বর
আলুখেতে সেচ দিচ্ছেন এই কৃষক। পবা, রাজশাহী, ১৪ ডিসেম্বর
পেঁয়াজখেতে নিড়ানি দিচ্ছেন তিনি। কর্ণহার, রাজশাহী, ১৪ ডিসেম্বর