একঝলক (২৬ জানুয়ারি ২০২৬)

শীতের সকালে শিমের লতায় শিশিরবিন্দু। মঘাদিয়া, মিরসরাই, চট্টগ্রাম, ২৬ জানুয়ারি
ছবি: ইকবাল হোসেন
বিক্রির জন্য রিকশায় করে নেওয়া হচ্ছে রেমা ফুলের ঝাড়ু। মেন্দিবাগ, সিলেট, ২৬ জানুয়ারি
খড়কুটো ভরা ব্যাগে জন্মেছে মাশরুম। মরংছড়ি মুখ, রাঙামাটি, ২৬ জানুয়ারি
পুকুরপাড়ে গাছের ডালে বসে আছে দুরন্ত বালক। শিববাড়ী, সিলেট, ২৬ জানুয়ারি
কালাডুমুর নদের উৎসমুখে দীর্ঘদিন ধরে জমে আছে আবর্জনার স্তূপ। হাটচান্দিনা, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ জানুয়ারি
শীতের সকালে পিলারের ওপর জবুথবু বুলবুলি। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২৬ জানুয়ারি
খেতের মুলা বিক্রি করছেন এই নারী। বোদীপুর, রাঙামাটি, ২৬ জানুয়ারি
মাথায় খড়কুটো নিয়ে ঘেরের আল ধরে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রামপট্টি, শায়েস্তাবাদ, বরিশাল, ২৬ জানুয়ারি
মাছ ধরছেন মৎস্যশিকারিরা। জেলখানা ঘাট, খুলনা, ২৬ জানুয়ারি
কুয়াশায় ভেজা কানাকুয়া পাখিটি সকালের রোদে উষ্ণতা নিচ্ছে। স্বর্গপুর বন ভাবনা কেন্দ্র, রাঙামাটি, ২৬ জানুয়ারি
রোপণ করার জন্য ধানের চারা নিয়ে খেতে চলেছেন কৃষকেরা। ছাগলাদাহ, তেরোখাদা, খুলনা, ২৬ জানুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কর্মকর্তা-কর্মচারীরা। নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর, ২৬ জানুয়ারি
কাজের খোঁজে জড়ো হয়েছেন শ্রমজীবী মানুষ। বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ, ২৬ জানুয়ারি
ভ্রাম্যমাণ মিলে শর্ষে ভাঙিয়ে তেল বিক্রি করছেন এক বিক্রেতা। খাঁটি হওয়ায় এই তেলের চাহিদাও বেশ। হাবেলি গোপালপুর, ফরিদপুর, ২৬ জানুয়ারি
ফুলের চারপাশে ভ্রমরের ওড়াউড়ি। উলুছড়া টিলা, রাঙামাটি, ২৬ জানুয়ারি
বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রোড শো করছেন রাজশাহী ওয়ারিয়র্স দলের ক্রিকেটাররা। প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ জানুয়ারি
স্কুলের মাঠে খেলাধুলা। সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুড়ী, মৌলভীবাজার, ২৬ জানুয়ারি
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ছালেহা বেগম কওমি মাদ্রাসার আবাসিক ছাত্রীদের কম্বল দেওয়া হয়। লালপুর, নাটোর, ২৬ জানুয়ারি
পশ্চিম বাউফল নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে প্রথম আলো ট্রাস্ট। বাউফল, পটুয়াখালী, ২৬ জানুয়ারি
শিশুদের খেলনার পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় এক ফেরিওয়ালা। আলতাফুন্নেছা মাঠ, বগুড়া, ২৬ জানুয়ারি
দোকানে সাজিয়ে রাখা হয়েছে নানা পদের ফল। শাপলা চত্বর, রংপুর, ২৬ জানুয়ারি
পথের ধারে দইয়ের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। শহীদ খোকন পার্কের সামনের সড়ক, বগুড়া, ২৬ জানুয়ারি
২৯ জানুয়ারি বগুড়ায় তারেক রহমানের সমাবেশ উপলক্ষে চলছে মঞ্চ তৈরির কাজ। আলতাফুন্নেছা মাঠ, বগুড়া, ২৬ জানুয়ারি
সূর্যাস্তের সময় হাঁসের পাল নিয়ে খামারে ফিরছেন এক খামারি। নোয়াগাঁও, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৬ জানুয়ারি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জনসভাকে সামনে রেখে সার্কিট হাউস মাঠে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। খুলনা, ২৬ জানুয়ারি