বিলের পানিতে মাছ ধরার জন্য ছিপ ফেলেছে শিশুরা। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর ২৬ মে বাড়ির গবাদিপশুর জন্য খড় শুকাচ্ছেন এক কৃষক। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ২৬ মে
বিজ্ঞাপন
বাড়ির পাশে খোলা জায়গায় ধান সেদ্ধ করছেন এক গৃহবধূ। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২৬ মে
বিজ্ঞাপন
নিজের জমিতে আবাদ করা ভুট্টা শুকাচ্ছেন কৃষক। নোয়াগাঁও, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ মে ভ্যানে করে কাঁঠাল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। খুচরা বিক্রির জন্য ইলিয়টগঞ্জ বাজার থেকে গৌরীপুর বাজারে নেওয়া হচ্ছে এই কাঁঠাল। জিংলাতলী, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ মেঢাকা-গৌরীপুর-হোমনা সড়কে পিকআপে করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে তাল। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ মেহাট থেকে ভ্যানে ভরে কলা নিয়ে যাওয়া হচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়। মেলান্দহ সেতু, সাঘাটা, গাইবান্ধা, ২৬ মেনদীতে মাছ শিকার করছেন একজন। মংলারপাড়া, সাঘাটা, গাইবান্ধা, ২৬ মেডিজেল–চালিত ভ্রাম্যমাণ যন্ত্রে ভাঙা হচ্ছে ধান। চুকাইনগর চর, সোনাতলা, বগুড়া, ২৬ মেজাল ফেলে মাছ ধরছেন মৎস্যশিকারিরা। ভেলুরপাড়া, সোনাতলা, বগুড়া, ২৬ মেরোদ থেকে শিশুটিকে বাঁচানোর চেষ্টা। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে তোলা, ২৬ মেমাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কুট্টাপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৬ মেপুকুরে ফুটেছে সাদা পদ্ম। চারপাশে ফুটে থাকা জলজ ফুলগুলো পদ্মের সৌন্দর্যকে যেন আরও মোহনীয় করে তুলেছে। শেখ রাসেল নগর পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ, ২৬ মেবর্ষা আসার আগেই গাছে ফুটেছে কদম ফুল। প্রিয় কদম ফুল নিয়ে আনন্দে বাড়িতে ফিরছে দুই বোন। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৬ মে