একঝলক (১২ আগস্ট ২০২৫)

সবুজ পাতার ফাঁকে ফুটে আছে সাদা কাঠমালতী ফুল। চকজোড়া, শাজাহানপুর, বগুড়া, ১২ আগস্ট
 ছবি: সোয়েল রানা
কাঠের তৈরি ডিঙিনৌকা মেরামতের কাজ চলছে। পুরানপাড়া, রাঙামাটি, ১২ আগষ্ট
গাছে ঝুলছে দেশি প্রজাতির পেঁপে। চৌধুরীছড়া, রাঙামাটি, ১২ আগস্ট
নৌকা থেকে হাওরের পানিতে ঝাঁপিয়ে পড়ছে এক শিশু। ইটনা, কিশোরগঞ্জ, ১১ আগস্ট
রঙ্গন ফুলের সৌন্দর্য। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, মৌলভীবাজার, ১২ আগস্ট
বর্ষার প্রমত্তা পদ্মায় নৌকা নিয়ে মাছ ধরছেন দুজন। তালাইমারী, রাজশাহী, ১২ আগস্ট
বৃষ্টির সকালে কাজের অপেক্ষায় বসে আছেন একজন দিনমজুর। দেওয়ানবাড়ি সড়ক, রংপুর, ১২ আগস্ট
বৃষ্টিতে ভদ্রাবতী নদীতে মাছ ধরা। চকজোড়া, শাজাহানপুর, বগুড়া, ১২ আগস্ট
বিক্রির জন্য আনা হয়েছে পাকা তাল। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ১২ আগস্ট
নিচু জমি থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে আনছেন একজন। নয়াবিল, নালিতাবাড়ী, শেরপুর, ১২ আগস্ট
নীল আকাশের নিচে ফুটে আছে লাল টুকটুকে জবা ফুল। বুড়িচং, কুমিল্লা, ১২ আগস্ট
ভদ্রাবতী নদীতে জাল বসিয়ে মাছ শিকার করছে কিশোর। চকজোড়া, শাজাহানপুর, বগুড়া ১২ আগস্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে শাকসবজি চাষের জন্য মাটি প্রস্তুত করছেন এক কৃষক। চিওড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১২ আগস্ট
ঢাকা-খুলনা মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে বাঁশ পরিবহন করছে নিষিদ্ধ যান নছিমন। ফকিরহাট, বাগেরহাট, ১২ আগস্ট
‘রাজশাহী আলোর পাঠশালা’র মাঠে ঢুকে পড়েছে পদ্মার পানি। রাজশাহী, ১২ আগস্ট
মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় খুদে কচুরিপানা। বদ্ধ ভৈরব নদে খুদে কচুরিপানা সংগ্রহ করতে এসেছেন এক মৎস্যজীবী। ফকিরহাট, বাগেরহাট, ১২ আগস্ট
সবজি হিসেবে শাপলার কদর রয়েছে। বিল থেকে আনা শাপলা বিক্রির জন্য ভ্যানে সাজানো হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১২ আগস্ট
সিলেট-তামাবিল মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যান চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিবগঞ্জ, সিলেট, ১২ আগস্ট
সিলেট নগরের সুরমা নদীর তীরে ফুলের ফাঁকা টবগুলোতে জমে আছে বৃষ্টির পানি। এসব স্থানে সহজেই জন্ম নিতে পারে মশা। কিনব্রিজ এলাকা, সিলেট, ১২ আগস্ট
কর্কশিট দিয়ে বানানো ভেলায় করে বিল থেকে ঘাস নিয়ে ফিরছেন এক কৃষক। আদমপুর, ফরিদপুর, ১২ আগস্ট
উজানের পানিতে ডুবেছে টিউবওয়েল। বিকল্প না থাকায় ঝুঁকি সত্ত্বেও এ টিউবওয়েল থেকেই পানি নিচ্ছেন এই নারী। শিমলা, বিশালপুর, শেরপুর, বগুড়া, ১২ আগস্ট