একঝলক (২৬ আগস্ট ২০২৫)

আমলকীগাছের ডালে বসে খাবার খুঁজছে ছোট্ট টুনটুনি। লেমুছড়ি, রাঙামাটি, ২৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
বৃষ্টিভেজা নীল অপরাজিতা। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২৬ আগস্ট
বয়সের ভারে নুয়ে পড়লেও দমে যাননি তিনি। গবাদিপশুর জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করে আনছেন এই বৃদ্ধা। চকঝপু, বগুড়া, ৬ আগস্ট
সবুজ পাতায় ডোরাকাটা প্রজাপতি। গাবতলী, বগুড়া, ২৬ আগস্ট
বীজতলা থেকে ধানের চারা তুলে রোপণের জন্য জমিতে নিয়ে যাচ্ছেন এই কৃষক। গুপ্তমারী, বটিয়াঘাটা, খুলনা, ২৬ আগস্ট
চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়িতে করে মাঠ থেকে পাটকাঠি তুলে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। কাছারির টেক, চর মাধবদিয়া, ফরিদপুর, ২৬ আগস্ট
পথের ধারে ল্যানটানা ফুলে বসেছে হলুদ প্রজাপতি। শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ২৬ আগস্ট
প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা। গ্রামীণ পাকা সড়ক ধরে বিদ্যালয় পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। পসরা, গেরদা, ফরিদপুর, ২৬ আগস্ট
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বেড়েই চলেছে। এতে বাড়ছে দুর্ঘটনাও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ আগস্ট
সদ্য রোপণ করা আমন ধানের খেতে আগাছা নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। কাফুরা, গেরদা,  ফরিদপুর, ২৬ আগস্ট
সকালের ঝকঝকে রোদে মাটির তৈরি জিনিস শুকাতে দিচ্ছেন এক কুমার। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ আগস্ট
সবজি আবাদের জন্য জমি প্রস্তুত করছেন চাষি। জমিদারপাড়া, রংপুর, ২৬ আগস্ট
১৩. বিলের অল্প পানিতে নৌকায় খেলায় মেতেছে শিশুরা। কটিয়াদী, কিশোরগঞ্জ, ২৫ আগস্ট। ছবি: তাফসিলুল আজিজ
নিশাচর প্রাণী বাদুড় দিনের আলোয় গাছে ঝুলে আছে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, বান্দরবান, ২৬ আগস্ট
পার্বত্য তিন জেলায় বাজার ফান্ডভুক্ত জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংকঋণ চালু করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, বান্দরবান, ২৬ আগস্ট
আলুর দাম না বাড়ায় লোকসানেই হিমাগার থেকে আলু বের করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। হিমাগারের শ্রমিকেরা আলু গুছিয়ে বস্তায় রাখছেন। শ্যামপুর, রংপুর, ২৬ আগস্ট
ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করে তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর জাতীয় রক্ষা কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২৬ আগস্ট
খুচরা বিক্রেতা নানা ধরনের মাছ নিয়ে বসেছেন। বাজারে মাছের সরবরাহ কম থাকায় দামও তুলনামূলক বেশি। পোর্ট রোড, বরিশাল, ২৬ আগস্ট
ইছামতী নদী উদ্ধারে সরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর মধ্যেও নদীতে জালের বেড়া দিয়ে চলছে মাছ চাষ। ভায়নাপাড়া, ভুলবাড়িয়া, সাঁথিয়া, পাবনা, ২৬ আগস্ট
প্রথম আলো মেহেরপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ। সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, মেহেরপুর, ২৬ আগস্ট
আঁশ ছাড়ানোর পর পাটকাঠি শুকানোর জন্য রাখা হয়েছে। এসব কাঠি বর্তমানে বেশ ভালো দামে বিক্রি হয়। চৌবাড়িয়া, ভুলবাড়িয়া, সাঁথিয়া, পাবনা, ২৬ আগস্ট