একঝলক (২ আগষ্ট ২০২৫)

ঝুম বৃষ্টিতে কলাপাতাটি যেন বুলবুলি পাখিটির ছাতা। সাধনাপুর, রাঙামাটি, ২ জুলাই
 ছবি: সুপ্রিয় চাকমা
রাঙামাটি শহরে সাপ্তাহিক হাটে নিজের বাগানের মুলিবাঁশ বিক্রি করতে এসে এক তরুণ গুছিয়ে রাখছেন। শিল্পকলা ঘাট, রাঙামাটি, ২ জুলাই
নারকেলগাছে কাঠঠোকরা পাখি। ফুলবাড়ি গেট, খুলনা, ২ আগস্ট
দিনে জলমগ্ন ধানখেত ও জলাশয়ের আশপাশে থাকলেও রাতে খাবারের সন্ধানে চরে বেড়ায় পাতি সরালি পাখি। ঝাঁজর বিল, শেরপুর, বগুড়া, ২ আগস্ট
রপ্তানিযোগ্য করে রাখা পাট গোডাউন থেকে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। দৌলতপুর, খুলনা, ২ আগস্ট
গ্রামীণ পথের ধারে ছাগল চরাতে নিয়ে যাচ্ছেন এক নারী। মাগুরা তাইড়, শেরপুর, বগুড়া, ২ আগস্ট
চাষ করা জমিতে থাকা মাছ ধরছে শিশুরা। হারাটি, রংপুর, ২ আগস্ট
সাইকেলে ধানের চারা নিয়ে জমিতে যাচ্ছেন কৃষক। ময়নাকুঠি, রংপুর, ২ আগস্ট
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্যলাভের জন্য শোক ও দোয়া অনুষ্ঠান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা, ২ জুলাই
মাছ ধরার জন্য ভ্যানে করে হাওরে নৌকা নিয়ে যাচ্ছেন দুই মৎস্যপ্রেমী। বাইশটিলা, সিলেট, ২ আগস্ট
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ৬৪৪ শিক্ষার্থীকে জেলা প্রশাসন সংবর্ধনা প্রদান। শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ, ২ জুলাই
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষার জন্য তৈরি বাঁধের আরও ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। আলম খাঁর কান্দি, শরীয়তপুর, ২ জুলাই
সিলেটে শনিবার সারা দিন থেমে বৃষ্টি হয়েছে। ঝুম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেড়িয়েছে দুই শিশু। ইলেকট্রিকসাপ্লাই, সিলেট, ২ আগস্ট
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বাড়ছে। মশার লার্ভা, মশার বংশবৃদ্ধি রোধে পৌরসভার উদ্যোগে ওষুধ স্প্রে করছেন একজন কর্মী। পূর্ব গির্জাপাড়া, মৌলভীবাজার, ২ আগস্ট
খাবারের খোঁজে মাটিতে নেমেছে একটি শালিক পাখি। বাকগুল, সিলেট, ২ আগস্ট
ভৈরবে ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে শনিবার বিকেলে শাড়ি–চুড়ি হাতে থানায় বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ। থানা কার্যালয়ের সামনে, ভৈরব, ২ জুলাই
পাবনার চাটমোহর জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৪ কিলোমিটার আঞ্চলিক সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন। চাটমোহর, পাবনা, ২ আগস্ট
শহরের রেলস্টেশন–সংলগ্ন ফুলতলায় শ্রমজীবী অসহায় দিনমজুর ও হতদরিদ্র মানুষের জন্য একদল তরুণ ‘২ টাকার হোটেল’ খুলেছেন। সেখানে সম্পূর্ণ বিনা মূল্যে সপ্তাহে দুই দিন ইলিশ, মুরগির মাংস, খাসির মাথার মুড়িঘন্ট দিয়ে পেট ভরে গরম ভাত খেতে দেওয়া হয়। ফুলতলা, রাজবাড়ী, ২ আগস্ট
এক ব্যক্তির গাছের সব আমড়া কিনে নিয়েছেন এক ব্যবসায়ী। তিনি সাবধানে পেড়ে নিচ্ছেন আমড়া। ধুলদি, মাচ্চর, ফরিদপুর, ২ আগস্ট
আবহাওয়া অনুকূলে থাকায় সড়কের দুই ধারে বাঁশের আড়ার সঙ্গে মেলে দিয়ে পাটের আঁশ শুকিয়ে নিচ্ছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। চর নসিপুর, ফরিদপুর ২ আগস্ট
গোসল করতে এসে আড়িয়াল খাঁ নদে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ২ আগস্ট
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে একটি প্রাইভেট কার। আগারগাঁও, ঢাকা, ২ জুলাই