একঝলক (১৬ এপ্রিল ২০২৫)

পানবিক্রেতা ওয়াদুদ মোল্লার বাড়ি খুলনায়। সেখান থেকে কুমিল্লায় এসেছেন মেলায় ঘুরে ঘুরে পান বিক্রির জন্য। একেকটি পানের খিলি বিক্রি করেন মানভেদে ২০ থেকে ১০০ টাকায়। টাউন হল মাঠ, কান্দিরপাড়, কুমিল্লা, ১৬ এপ্রিল
ছবি: আবদুর রহমান
শীতলক্ষ্যা নদীতে ঘাটে বাঁধা নৌকায় শিকারের অপেক্ষায় ওত পেতে বসে ছিল মাছরাঙাটি। অবশেষে ছোঁ মেরে মাছ ধরে উঠে এসেছে নৌকায়। ইকুরিয়া, কাপাসিয়া, গাজীপুর, ১৬ এপ্রিল
কচুরিপানার মধ্যে একটি ডাহুক পাখি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৬ এপ্রিল
নদীতে পানি কম থাকায় এত দিন নদীর পাড়ে রাখা ছিল নৌকা। আসছে বর্ষায় নদীতে পানি বাড়বে। তখন কদর বাড়বে নৌকার। এর আগে নৌকা মেরামত করে নিচ্ছেন দুই ব্যক্তি। কুশিঘাট, সিলেট, ১৬ এপ্রিল
পথের ধারে ফুটে আছে সোনালি শিশিরবিন্দু বা আকাশি ফুল। সাবেকপাড়া, গাবতলী, বগুড়া, ১৬ এপ্রিল
অ্যালুমিনিয়ামের পাতিল বিক্রি করে চলে সংসার। নগরের বিভিন্ন এলাকায় পাতিল ফেরি করতে বের হয়েছেন এই ব্যক্তি। কুশিঘাট, সিলেট, ১৬ এপ্রিল
ফুলের ওপর এসে বসেছে একটি প্রজাপতি। কলাবুনিয়া, রাঙামাটি, ১৬ এপ্রিল
ইলিশ ধরা ও বাজারজাত করার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। তাই মাছ ধরা ট্রলারগুলো ঘাটে ভিড়িয়ে রাখা হয়েছে। পোর্ট রোড, বরিশাল, ১৬ এপ্রিল
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে আসা আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রথম ট্রাকটি পাশের ডোবায় পড়ে যায়। বেগমগঞ্জ, নোয়াখালী, ১৬ এপ্রিল
ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উপলক্ষে মাতাই পুখিরিতে পুণ্যস্নানে পুণ্যার্থীদের ঢল। নুনছড়ি, খাগড়াছড়ি, ১৬ এপ্রিল
রোদে চাতালে ভুট্টা শুকাতে ব্যস্ত শ্রমিকেরা। সাবেকপাড়া, গাবতলী, বগুড়া, ১৬ এপ্রিল
উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ১৬ এপ্রিল
ধান কাটার ধুম পড়েছে গ্রামীণ জনপদে। আলুটিলা, রাঙামাটি, ১৬ এপ্রিল
ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ভদ্রা মোড়, রাজশাহী, ১৬ এপ্রিল
বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন। মদনপুর, সুনামগঞ্জ, ১৬ এপ্রিল
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ময়মনসিংহ, ১৬ এপ্রিল
বাঁশের তৈরি মুরগির খাঁচা বিক্রির জন্য হাটে নেওয়া হচ্ছে। কলেজ সড়ক, রংপুর, ১৬ এপ্রিল
ছয় দফা দাবিতে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বনানী মোড়, শাজাহানপুর, বগুড়া, ১৬ এপ্রিল
প্লাস্টিকের ড্রাম বিক্রি করতে বেরিয়েছেন কয়েকজন। ময়নাকুঠি, রংপুর, ১৬ এপ্রিল
বাড়ি থেকে আনা হয়েছে দুপুরের খাবার। কাজের ফাঁকে সড়কের ধারে বসে খাবার খেয়ে নিচ্ছেন এই কৃষক। আলালপুর, ফরিদপুর, ১৬ এপ্রিল
সবুজ ঘাসের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ফিঙে পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ১৬ এপ্রিল
দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে সিলেটের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডীপুল এলাকা অবরোধ করেন। সিলেট, ১৬ এপ্রিল
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাতরাস্তা, ঢাকা, ১৬ এপ্রিল
বৈশাখের গরমে হাঁসফাঁস অবস্থা। রোদ আর গরমে নাকাল রিকশাচালক ঘুমিয়ে পড়েছেন রিকশায়। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ১৬ এপ্রিল