একঝলক (৪ মে ২০২৫)

গাছের কোটরে বাচ্চা দিয়েছে খুঁড়ুলে প্যাঁচা বা কোটরে প্যাঁচা। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ৪ মে
ছবি: হাসান মাহমুদ
ডানা মেলে উড়ে যাচ্ছে হলুদ রঙের একটি ইষ্টিকুটুম পাখি। গাবতলী, বগুড়া, ৪ মে
বাতাসের তোড়ে ঢেউয়ের মতো দুলছে পথের ধারে ফুটে থাকা ফুলগুলো। মধ্যপাড়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, ৪ মে
এলাচিগাছে ধরেছে ফল। আটঘড়িয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ মে
শতবর্ষী রেইনট্রিতে পেরেক দিয়ে সাঁটানো হয়েছে নানান ফেস্টুন। সুখানপুকুর রেলওয়ে স্টেশন, গাবতলী, বগুড়া, ৪ মে
গবাদিপশুর জন্য ঘাস নিয়ে বাড়িতে ফিরছেন তিন নারী। মুশারপাড়া, সোনাতলা, বগুড়া, ৪ মে
খাবারের খোঁজে লোকালয়ে এসেছে একটি বনমোরগ। বোয়াইল্লে, রাঙামাটি, ৪ মে
গাছের ডালে চুপটি করে বসে আছে তিলাঘুঘু। খরসতাই, মানিকগঞ্জ, ৪ মে
থোকায় ঝুলছে কাজুবাদাম ফল। কিনা মুনি ঘোনার পাহাড়, রাঙামাটি, ৪ মে
আতাই নদে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলেরা। কাঁটাবন, দিঘলিয়া, খুলনা, ৪ মে
গ্রামে গ্রামে ঘুরে পাটি বিক্রি করতে বেরিয়েছেন আনোয়ার হোসেন। এসব পাটি আঁকার অনুযায়ী ১৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করেন তিনি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৪ মে
আসছে বর্ষা মৌসুমে গাছের চারা রোপণের ধুম পড়ে যায়। নার্সারিতে বিক্রির জন্য আনা ফুল, ফল ও বনজ গাছের পরিচর্যা চলছে। গোমস্তপাড়া, রংপুর, ৪ মে
তালের রস পাওয়ার বন্দোবস্ত করতে তালগাছ পরিষ্কার করছেন এক গাছি। দেওয়ানবাড়ি সড়ক, রংপুর, ৪ মে
ডুরান্টা ইরেক্টা ফুলের মধু সংগ্রহ করতে এসেছে মৌমাছি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৪ মে
বর্ষায় বাড়তি চাহিদা পূরণে প্রস্তুতি হিসেবে ছাতা মজুত করছেন ব্যবসায়ীরা। তালতলা বাজার, রংপুর, ৪ মে
বৈশাখের তপ্ত রোদের মধ্যে খাঁচায় করে মোরগ নিয়ে যাওয়া হচ্ছে। গরমে হাঁসফাঁস করছে মোরগটি। তোপখানা, সিলেট, ৪ মে
রঙিন ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ময়নামতি ওয়ার সিমেট্রি এলাকা, কুমিল্লা, ৪ মে
বাসাবাড়িতে বেতের তৈরি বিভিন্ন সামগ্রীর কদর রয়েছে। বেত দিয়ে তৈরি করা সামগ্রী নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রিকাবীবাজার, সিলেট, ৪ মে
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রে প্রবেশ করছেন প্রার্থীরা। হাবেলি গোপালপুর, ফরিদপুর, ৪ মে
বাজারে আসতে শুরু করেছে পাকা আম। বৈশাখী আম ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ী নাইমুল ইসলাম। পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী, ৪ মে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভায় উপস্থিত আলোচকেরা। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তন, ঢাকা, ৪ মে
পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায় ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের এই কাতল মাছটি স্থানীয় ব্যবসায়ী ৫২ হাজার টাকায় কিনে ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। ৪ মে। গোয়ালনন্দ, রাজবাড়ী, ৪ মে
ক্যাম্পাসে ফুটেছে জারুল ফুল। শিক্ষার্থীরা মুঠোফোনে ছবি তোলার সময় একজন আরেকজনের খোঁপায় জারুল ফুল গুঁজে দিচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ৪ মে
ইউনেসকো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সেমিনারে অতিথিরা। মাইডাস সেন্টার, ধানমন্ডি, ঢাকা, ৪ মে