বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৮টায় অফিস শুরু হয়েছে। সময়মতো অফিসে যেতে যাত্রীবাহী বাসের অপেক্ষায় সাধারণ মানুষ। তালতলা, মিরপুর, ঢাকা, ২৪ আগস্টবিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ দেশের সব ব্যাংকে কার্যক্রম শুরু হয়েছে সকাল ৯টায়। প্রথম দিন সকালে গ্রাহকের উপস্থিতি ছিল কম। মতিঝিল, ঢাকা, ২৪ আগস্ট
বিজ্ঞাপন
কাছেই পদচারী–সেতু। তবু ভাঙা সড়ক বিভাজকের ফাঁক ব্যবহার করে সড়ক পার হচ্ছেন এক পথচারী। শ্যামলী, ঢাকা, ২৪ আগস্ট
বিজ্ঞাপন
দোলনা সেচনি দিয়ে ধানখেতে সেচ দিচ্ছেন দুই কৃষক। মেন্দিপুর গ্রাম, গাবতলী, বগুড়া, ২৪ আগস্ট অল্প বৃষ্টিতে এই সড়কে পানি জমে। বৃষ্টিতে পানি জমার কারণে নর্দমার ওপর বসানো স্ল্যাবের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে শিক্ষার্থীরা। পলিটেকনিক কলেজ রোড, বরিশাল নগর, ২৪ আগস্টঝুঁকি জেনেও রেলওয়ে সেতুর ওপর দিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। সোন্দাবাড়ী গ্রাম, গাবতলী, বগুড়া, ২৪ আগস্ট সাতসকালেই খাবারের খোঁজে টোপাপানার ওপর ঘুরছে ডাহুক পাখি। বাওইটোনা গ্রাম, গাবতলী, বগুড়া, ২৪ আগস্ট পাট শুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন কিষানি রশিদা বেগম। বাওইটোনা গ্রাম, গাবতলী, বগুড়া, ২৪ আগস্টকাজিবাছা নদীতে নৌকায় বসে পানি পান করছেন এক জেলে। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৪ আগস্টডালে বসেছে একটি মাছরাঙা পাখি। জলমা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৪ আগস্ট