একঝলক (১১ মে ২০২৫)

শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বোধিবৃক্ষে জল ঢালছেন ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকারা। জাদিপাড়া, বান্দরবান, ১১ মে
ছবি: মংহাইসিং মারমা
ফসল মাড়াইয়ের পর গো খাদ্য হিসেবে ব্যবহারের জন্য বাড়িতে খড় নেওয়া হচ্ছে। মনিদহ, পাবনা, ১১ মে
গাছে থরে থরে ধরেছে কচি তাল। মালিগাছা, পাবনা, ১১ মে
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫তম আবির্ভাব উৎসবের প্রবেশপথে চন্দনের ফোঁটা নিচ্ছেন ভক্তরা। গোয়ালচামট শ্রী অঙ্গন, ফরিদপুর, ১১ মে
গুদামে রাখা পাট বিক্রির জন্য ভ্যানে করে হাটে নেওয়া হচ্ছে। কানাইপুর, ফরিদপুর, ১১ মে
মাঠ থেকে ফসল আনতে ছুটে চলেছে ঘোড়ার গাড়ি। মনিদহ, পাবনা, ১০ মে
ঝড়ে পড়ে যাওয়া কাঁচা আম বিক্রি করতে বেড়িয়েছেন এই ব্যক্তি। চানকুঠি, রংপুর, ১১ মে
খেতে ধান কাটছেন যাঁরা, তাঁদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক নারী। বলরামপুর, রংপুর, ১১ মে
সৌন্দর্য ছড়াচ্ছে বোগেনভিলিয়া ফুল। শোলাকিয়া, কিশোরগঞ্জ, ১১ মে
চট কেটে চালকলের জন্য বানানো হচ্ছে ২৫ কেজির একেকটি বস্তা। স্টেশন রোড, খুলনা, ১১ মে
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে খাদ্যের খোঁজে ঘুরে বেড়াচ্ছে একটি হট্টিটি পাখি। কাবুক্কে, রাঙামাটি, ১১ মে।
চাকা খুলে যাওয়ায় সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে রিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, চেয়ারম্যানঘাটা, সাতকানিয়া, চট্টগ্রাম, ১১ মে
ধান মাড়াই শেষে সড়কে খড় শুকানো নিয়ে ব্যস্ত কৃষক পরিবারের নারীরা। রামেশ্বরপুর, গাড়িদহ, শেরপুর, বগুড়া, ১১ মে
কর্ণফুলী নদীতে জেলেদের জালে আটকা পড়ছে বড় চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ। কাপ্তাই, রাঙামাটি, ১১ মে
তাপপ্রবাহের মধ্যে কাজ করছেন শ্রমজীবী মানুষেরা। চৌদ্দপাই, রাজশাহী, ১১ মে
রাজশাহীতে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে কাজের মাঝে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন একজন শ্রমজীবী। চৌদ্দপাই, রাজশাহী, ১১ মে
বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপনে রাঙামাটি রাজবন বিহারে প্রার্থনা করছে এক শিশু। রাজবন বিহার, রাঙামাটি, ১১ মে
বিশ্ব মা দিবসে আজাদ প্রোডাক্টসের আয়োজিত ‘রত্নগর্ভা মা’ অনুষ্ঠানে সম্মাননা পাওয়াদের সঙ্গে অতিথিরা। স্যামসন এইচ মিলনায়তন, ঢাকা ক্লাব, ১১ মে
কয়েক দিনের তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা সবার। তপ্ত দুপুরে পুকুরের পানিতে নেমে শীতল হওয়ার চেষ্টায় এক শিশু। কেন্দ্রীয় শাহী ঈদগাহ পুকুর, সিলেট, ১১ মে
কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে শোভা ছড়িয়েছে সোনালু ফুল। কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান, সিলেট, ১১ মে
প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত মানুষ থেকে প্রাণিকুলের। তৃষ্ণা মেটাতে পানি পান করছে একঝাঁক শালিক পাখি। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ মে
বিশ্ব মা দিবসে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া ‘গরবিনী মা’ সম্মাননা পাওয়াদের সঙ্গে অতিথিরা। রাওয়া কনভেনশন হল, ঢাকা, ১১ মে।