একঝলক (১০ মে ২০২৫)

ঘাসের ডগায় রঙিন প্রজাপতি। বাগমারা, খুলনা, ১০ মে
ছবি: সাদ্দাম হোসেন
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে পার্বত্য ভিক্ষু সংঘ। কলেজগেট, পানছড়ি, খাগড়াছড়ি, ১০ মে
ফুটেছে হলুদ রঙের স্বর্ণচাঁপা ফুল। মহাস্থানগড়, শিবগঞ্জ, বগুড়া, ১০ মে
খেত থেকে বিলেতি ধনেপাতা তোলার পর পাহাড়ি ছড়ার পানিতে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। দেবতাছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ১০ মে
পাকা বট ফল খেতে এসেছে একটি কোকিল। কাস্টমস ঘাট, খুলনা, ১০ মে
রোদে ধান শুকিয়ে নিচ্ছেন কিষানিরা। নিকলী, কিশোরগঞ্জ, ১০ মে
বিস্তীর্ণ ধানখেতের মাঝে তালগাছের সারি। বোরাইল, কাহালু, বগুড়া, ১০ মে
প্রখর রোদের মধ্যে জমিতে মিষ্টি আলু তোলার কাজ করছেন কৃষকেরা। পাইকারিতে প্রতি কেজি মিষ্টি আলু বিক্রি হয় ৩০ টাকা। পশ্চিম খৈয়াছড়া, মিরসরাই, চট্টগ্রাম, ১০ মে
গাছে ঝুলতে থাকা পাকা পেঁপে খাচ্ছে একটি পাখি। মানিকগঞ্জ, ১০ মে
নগর ও অঞ্চল পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ মে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ। শাহবাগ, ঢাকা, ১০ মে
জব্দ করার পর অবৈধ ও অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশা ডাম্পিংয়ের জন্য নেওয়া হচ্ছে। পোস্তগোলা, ঢাকা, ১০ মে
তীব্র গরমে বিক্রির জন্য হাতপাখা নিয়ে যাচ্ছেন একজন। কাছারিবাজার, রংপুর, ১০ মে
বাঁশের এই সাঁকোটিই ১৫টি গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা। এতে ঝুঁকি নিয়েই চলাচল করছেন শিশু থেকে বৃদ্ধ স্থানীয় বাসিন্দারা। চন্ডিপুর, কাশিনাথপুর, সাঁথিয়া, পাবনা
বাজারে উঠেছে মৌসুমি ফল লিচু। সিটি পার্ক বাজার, রংপুর, ১০ মে
সচেতনতার অংশ হিসেবে নগরীতে শব্দের মান পরীক্ষা করছে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা। রেলগেট এলাকা, রাজশাহী, ১০ মে
সড়কের ধারে ফুটেছে দৃষ্টিনন্দন কলাবতী ফুল। হাড়োকান্দি, কৈজুরী, ফরিদপুর, ১০ মে