Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৯ আগস্ট ২০২২)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ড্রগন কারাতে অ্যাসোসিয়েশন আয়োজন করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জিমনেসিয়াম, কুমিল্লা স্টেডিয়াম, ১৯ আগস্ট
বর্ষা এলে সীতাকুণ্ডের ঝরনাগুলোতে পর্যটক বাড়তে থাকে। প্রতিটি ঝরনায় যেতে হলে ঢাকা-চট্টগ্রাম রেললাইন পার হয়ে যেতে হয়। সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় যেতে এ লেভেল ক্রসিং পার হতে হয়। কিন্তু সেখানে নেই কোনো প্রতিরোধক, নেই কোনো গেটম্যান। বেলা দুইটা, রূপসী ঝরনা এলাকা, সীতাকুণ্ড, ১৯ আগস্ট
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে নানান জায়গায় রয়েছে এমন একাধিক ঝুঁকিপূর্ণ বাঁক। এ বাঁকগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আলুটিলা, খাগড়াছড়ি, ১৯ আগস্ট
গতকাল বৃহস্পতিবার রাতের ঝড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেঙে পড়েছে গাছপালা। একটি ডাল পড়েছে ক্যাম্পাসের চটপটি বিক্রেতা সুজনের ভ্যানের ওপর। এতে ভেঙে গেছে তাঁর দোকান। ক্যাম্পাসের প্যারিস রোডসংলগ্ন শহীদুল্লাহ একাডেমিক কলাভবনের সামনে আমবাগানে, ১৯ আগস্ট
পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর মাচাংঘরে জুমের ধান রোদে শুকাতে দিয়েছেন এক চাষি। ভাদ্র মাসে অনেকের ঘরে জুমের নতুন ধান উঠেছে। সাজেকের কংলাক ত্রিপুরাপাড়া, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৯ আগস্ট
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বগুড়া শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বগুড়া জেলা প্রশাসন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ শোভাযাত্রা হয়। সাতমাথা, বগুড়া, ১৯ আগস্ট
বিলের পানিতে শিশু–কিশোরেরা শাপলা তুলতে গিয়ে দুরন্তপনায় মেতেছে। সেই শাপলা স্থানীয় বাজারে নিয়ে প্রতি আঁটি ১০ টাকায় বিক্রি করবে। রাজাবাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ১৯ জুলাই
নদীপথে জাহাজে আসা সার ঘাটে স্তূপ করা হয়েছিল। এখন ঘাট থেকে ট্রাকের মাধ্যমে চলে যাচ্ছে বিভিন্ন ডিলারদের কাছে। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে বেড়েছে সারের দামও। এরপরও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকেরা। নগরবাড়ী ঘাট, বেড়া, পাবনা, ১৯ আগস্ট
প্রখর রোদে নষ্ট হবে তাই পাতায় ঢেকে কলা বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। শ্যামপুর, সদর উপজেলা, রংপুর, ১৯ আগস্ট
মানিকগঞ্জের সিঙ্গাইর এবং ঢাকার সাভারের মাঝ দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদী দখল ও দূষণে দিন দিন সরু হয়ে যাচ্ছে। ময়লা-আবর্জনা ফেলায় নদীটি আরও ভরাট হয়ে যাচ্ছে। নান্দাইল, হেমায়েতপুর, সাভার, ১৯ আগস্ট
দিনাজপুরের কাহারোল উপজেলায় চাহিদামত এমওপি সার না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। কাহারোল বাজার সেতু, দিনাজপুর, ১৯ আগস্ট
৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিক ধর্মঘটের সপ্তম দিন আজ। দেশের বিভিন্ন চা বাগানে ধর্মঘট পালন করছেন চা শ্রমিকেরা। ভাড়াউড়া চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৯ আগস্ট
সাগরে নিম্নচাপের প্রভাবে জোয়ারের উচ্চতা বেড়েছে। এতে চরাঞ্চল প্লাবিত হচ্ছে। চর পাতিলা, কুকরি মুকরি ইউনিয়ন, চরফ্যাশন উপজেলা, ভোলা, ১৯ আগস্ট