বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন অর্কিড। শ্রীপুর, গাজীপুর, ১৫ মেজলাশয়ে খাবার খুঁজছে লম্বা পায়ের হটিটি পাখিটি। শ্রীপুর, গাজীপুর, ১৫ মে
বিজ্ঞাপন
জলাশয়ে মাছ ধরতে ব্যস্ত একদল মানুষ। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৫ মে
বিজ্ঞাপন
পাখা বানানোর জন্য তালগাছ থেকে পাতা কেটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাজাপুর, পাবনা, ১৫ মেগরমে গাছের ছায়ায় বসে গল্পের আসর জমেছে। কুলিয়ারচর, কিশোরগঞ্জ, ১৫ মেসাইকেলে চেপে বিদ্যালয়ের পথে দুই ভাই। মালঞ্চী, পাবনা, ১৫ মেবাজারে উঠেছে মৌসুমি ফল লিচু। বাগচিপাড়া, পাবনা, ১৫ মেহাওর থেকে কেটে আনা ধান সেদ্ধ করার কাজ চলছে। হুমায়ুনপুর, কিশোরগঞ্জ, ১৫ মেসুরমা নদীতে ধরা পড়া ৪২ কেজির বাগাড় মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। দোয়ারাবাজার, সুনামগঞ্জ, ১৫ মেফুটে আছে চোখজুড়ানো নীলমণি লতা ফুল। গোমস্তপাড়া, রংপুর, ১৫ মেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ। দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়, ঢাকা, ১৫ মেসোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৫ মেনারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিরুদ্ধে ‘নারী অধিকার আন্দোলন’র মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ১৫ মেশাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৫ মেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধে কাকরাইল মোড়ে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। কাকরাইল এলাকা, ঢাকা, ১৫ মেবৃষ্টির পরে বাড়ির পাশে কুমার নদের পাড়ে ভেজা মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে শিশুরা। ভাসান চর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৫ মেকারিগরেরা মাছ ধরার ট্রলার বানাতে ব্যস্ত। মেহগনি ও চাম্বল কাঠ দিয়ে নদী ও সমুদ্রে মাছ ধরার জন্য ৪৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের নৌযান তৈরি করছেন। ১৫ থেকে ২০ দিন সময় লাগে এটা তৈরি করতে। মাছ ধরা ট্রলার জেলেদের কাছে ১ লাখ ৬০ হাজার টাকা দরে বিক্রি করে বিক্রেতা। চন্দ্রমোহন, বরিশাল, ১৫ মেরাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে গুটি জাতের আম পাড়ছেন চাষিরা। বাগান থেকে গুটি আনারস জাতের আম নামিয়ে রাখা হচ্ছে। হরগ্রাম, রাজশাহী, ১৫ মেমালচিং পদ্ধতিতে বেগুনের চারা রোপণ করেছেন এক কৃষক। মানিকদিপা পলিপাড়া, শাজাহানপুর, বগুড়া, ১৫ মেগরু-ছাগলের খামারে এসব ঘাসের চাহিদা বেশি। বিল থেকে ঘাস কেটে খামারে নিয়ে যাচ্ছেন এক ভ্যানচালক। শিববাড়ি, সিলেট, ১৫ মেগত কয়েক দিনের বৃষ্টিতে বেড়েছে খালবিলের পানি। খালে জমা নতুন পানিতে জাল পেতে মাছ শিকার করছেন এক তরুণ। বড়ভাগা খাল, সিলেট, ১৫ মেবুনো গাছে ফুটেছে ছোট্ট সাদা ফুল। রাজবাঁধ, ডুমুরিয়া, খুলনা, ১৫ মেগত কয়েক দিন বৃষ্টিতে ভিজে পাহাড়ের মাটি নরম হয়েছে। জুম চাষি নারী-পুরুষ জুমে ধানের বীজ বোনা শুরু করেছেন। ধানবীজের সঙ্গে হরেক রকমের শাকসবজি ও আলু কচুর বীজও রোপণ করা হবে পর্যায়ক্রমে। বড়াদম, রাঙামাটি, ১৫ মেবাগেরহাট জেলা থেকে ট্রাকে এসেছে ডাব ও তাল। ১০ ঘণ্টার যাত্রায় রংপুরে সকালে পৌঁছে পাইকারকে তা নামিয়ে দিচ্ছেন। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১৫ মেফুটপাতে চেয়ার-টেবিল পেতে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মী শাহজাহান মিয়া। সকালে প্রাতর্ভ্রমণে আসা অনেকেই নিয়মিত এই পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষার জন্য ৫০ টাকা করে নেন তিনি। জিলা স্কুলের সামনে, রংপুর, ১৫ মে