একঝলক (১২ এপ্রিল ২০২৫)

ফুলে বসেছে প্রজাপতি। বাংলাদেশে এ পর্যন্ত এর ৪৩০টি প্রজাতি তালিকাভুক্ত হলেও মোট প্রজাতিসংখ্যা ৫ শতাধিক হতে পারে। প্রজাপতি প্রকৃতির সুস্থতারও নির্ণায়ক। ওরা সচরাচর দিনে ফুলে ফুলে উড়ে রস পান করে। ফুলের পরাগায়ন ও গাছের বংশবিস্তারে সাহায্য করে। জয়রা, মানিকগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে রেলপথেও এসেছেন অনেকে। খিলগাঁও, ঢাকা, ১২ এপ্রিল
বাড়ির গাছের বেল বিক্রি করতে শহরে এসেছেন এই ব্যক্তি। প্রতিটি দেশি জাতের বেল বিক্রি করছেন ৩০ টাকা করে। জেলা পরিষদের সামনে, রংপুর, ১২ এপ্রিল
মার্চ ফর গাজা গণজমায়েতকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর সদস্যরা। কারওয়ান বাজার, ঢাকা, ১২ এপ্রিল
পয়লা বৈশাখে ঘোড়ার গাড়ির কদর বেড়ে যায়। অনেকেই ঘোড়ার গাড়িতে চড়ে শহর ঘুরে বেড়ান। তাই ঘোড়ার গাড়িগুলো পরিষ্কার করে রাখা হচ্ছে। সুরভী উদ্যানের সামনে, রংপুর, ১২ এপ্রিল
বর্ষবরণ উপলক্ষে চারুকলায় চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ এপ্রিল
গাছের ডালে বসে আছে কাঠশালিক। ডুমুরিয়া, খুলনা, ১২ এপ্রিল
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাঁস গ্রামে ঐতিহ্যবাহী ভাদাই মেলা থেকে শিশুকে বেলুন কিনে দিচ্ছেন এক অভিভাবক। বারুহাঁস বাজার, তাড়াশ, সিরাজগঞ্জ, ১২ এপ্রিল
শাখায় শাখায় ফল ফেটে বের হয়েছে শিমুল তুলা, গাছে এসেছে নতুন পাতা। পূর্ব বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১২ এপ্রিল
বদ্ধ মতিয়ার খালে মাছ চাষ করা হয়েছে। চাষের মাছ ধরছেন মৎস্য শ্রমিকেরা। পূর্ব বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১২ এপ্রিল
নীলফামারীর সৈয়দপুর থেকে হাতপাখা বিক্রি করতে রংপুর শহরে এসেছেন ইমরান হোসেন। বাড়িতে তৈরি নানা রঙের হাতপাখা ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করছেন। রাজা রামমোহন মার্কেটের সামনে, রংপুর, ১২ এপ্রিল
রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে সড়কের প্রবেশপথে বসানো হয়েছে প্রতিরোধক। সেটা উপেক্ষা করেই চলছে রিকশা। কাকরাইল, ঢাকা, ১২ এপ্রিল
বৈসাবি’ বিহু, বিঝু, বিষু, বৈসু, চাংক্রান, সাংক্রান, সাংগ্রাইন, সাংগ্রাইং উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও রমনা পার্কের লেকে গিয়ে ফুল ভাসানোতে অংশ নেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা। রমনা পার্ক লেক, ঢাকা, ১২ এপ্রিল
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ড ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর শাখা। সদর রোড, বরিশাল, ১২ এপ্রিল
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি চলছে। রমনা পার্ক, ঢাকা, ১২ এপ্রিল
বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুর জেলার সরকারি গণগ্রন্থাগার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। সরকারি গণগ্রন্থাগার মিলনায়তন, শেরপুর, ১২ এপ্রিল
৪ মাস ১২ দিন পর আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক খুলে মিলেছে ২৮ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। পাগলা মসজিদ, কিশোরগঞ্জ, ১২ এপ্রিল
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ ‘মার্চ ফর গাজা’ গণজমায়েতের একাংশ। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১২ এপ্রিল
বাংলা বর্ষবরণে চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য বিশাল আকৃতির ময়ূর, পঙ্খিরাজ, শাপলা, ইলিশসহ বিভিন্ন প্রতিকৃতি তৈরিতে কাজ করছেন শিক্ষার্থী ও চিত্রশিল্পীরা। সরকারি কলেজ, ফেনী, ১২ এপ্রিল