ভোটের দিন সকালে মানুষের চলাচল কম, নেই যানবাহনের চাপ। সড়কে ছিটিয়ে দেওয়া ঝুড়ি চানাচুর খেতে উড়ে এসেছে একঝাঁক শালিক। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৭ জানুয়ারি শীতের সকালে কুয়াশায় ছেয়ে আছে চারপাশ। এমন কুয়াশার সকালে হাঁটতে বের হয়েছেন কয়েকজন। হাজিপাড়া এলাকা, রংপুর, ৭ জানুয়ারি
বিজ্ঞাপন
শীতের জবুথবু অবস্থা। শীত থেকে বাঁচতে দুই মেয়েসহ নিজে শীতের পোশাক পরে বাইরে বেড়িয়েছেন এক ব্যক্তি। উত্তম বানিয়াপাড়া এলাকা, রংপুর, ৭ জানুয়ারি
বিজ্ঞাপন
কুয়াশায় ঢাকা শীতের সকালে সাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। স্টেশন সড়ক, বগুড়া, ৭ জানুয়ারি কুয়াশার কারণে সামান্য কিছু দূরেও ভালোমতো দেখা যায় না। তাই হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। স্টেশন সড়ক, বগুড়া, ৭ জানুয়ারি বিক্রির জন্য মহাসড়কের পাশে বরই ও পেয়ারা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। সিঅ্যান্ডবি মোড়, বেড়া, পাবনা, ৭ জানুয়ারিভোটের দিনও হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। রাজধানীর সড়কগুলো অনেকটা ফাঁকা। বিজয় সরণি, ঢাকা, ৭ জানুয়ারিধানের জমি প্রস্তুতে মই দিচ্ছেন তাঁরা। হিজলতলা, তেরখাদা, খুলনা, ৭ জানুয়ারি