Thank you for trying Sticky AMP!!

ছবিতে বিএনপির গণ-অবস্থান

বিএনপি আজ ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ) গণ-অবস্থান কর্মসূচি পালন করে। ঢাকার নয়াপল্টনে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান ছিল তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি। বেলা আড়াইটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি।
রাজধানীতে কেন্দ্রীয় গণ-অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতারা। নয়াপল্টন, ঢাকা
বিএনপির কেন্দ্রীয় গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতা–কর্মীদের একাংশ। নয়াপল্টন, ঢাকা
আলাপচারিতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খন্দকার মোশাররফ হোসেন। নয়াপল্টন, ঢাকা
স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। নয়াপল্টন, ঢাকা
বিভিন্ন স্লোগান লেখা কাপড় গায়ে বিএনপি নেতা–কর্মীরা। নয়াপল্টন, ঢাকা
গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন, ঢাকা
কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তির দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতা–কর্মীরা। নয়াপল্টন, ঢাকা
স্লোগান দিচ্ছেন বিএনপির একজন কর্মী। নয়াপল্টন, ঢাকা
বিএনপি, ১২–দলীয় জোট, গণতন্ত্র মঞ্চসহ সমমনা বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচিতে নেতা–কর্মীরা। বিজয়নগর, ঢাকা
গণ-অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা। নয়াপল্টন, ঢাকা