লাওসের কষ্ট

দুর্গত মানুষের জন্য রান্না করছেন স্বেচ্ছাসেবীরা। বাঁধ ধসে বন্যার ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ ১৩১ জন। ২৫ জুলাই। ছবি: এএফপি
দুর্গত মানুষের জন্য রান্না করছেন স্বেচ্ছাসেবীরা। বাঁধ ধসে বন্যার ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ ১৩১ জন। ২৫ জুলাই। ছবি: এএফপি
লাওসের আট্টাপু প্রদেশের সানম্যাক্সে জে খং নদীতে ফেরিতে করে যানবাহন স্থানান্তর করা হচ্ছে। ২৫ জুলাই। ছবি: এএফপি
আটাপ্পু প্রদেশের বন্যাকবলিত সানম্যাক্সের বাসিন্দাদের যাতায়াতের জন্য এখন ভরসা নৌকা। ২৫ জুলাই। ছবি: এএফপি
বন্যায় বাড়িটির এই দুরবস্থা। সানম্যাক্স, আটাপ্পু প্রদেশ, ২৫ জুলাই। ছবি: এএফপি
বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন বয়স্ক এই নারী। চ্যামপাসাক প্রদেশের পাকসং এলাকায় অন্যদের সঙ্গে সন্তান কোলে তিনিও এসেছেন আশ্রয়ের খোঁজে। বন্যায় লাওসের দক্ষিণাঞ্চলে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ জুলাই। ছবি: এএফপি
বন্যায় ফুঁসে উঠেছে জে খং নদী। সেখানে সাঁতার কাটছেন এক ব্যক্তি। ২৫ জুলাই। ছবি: এএফপি