লিপিজান ঘোড়ার পাল

স্লোভেনিয়ার পাহা লিপিকা অঞ্চলে রয়েছে বিস্তৃত চারণভূমি। সেখানে চড়ে বেড়ায় লিপিজান ঘোড়া। অত্যন্ত শক্তিশালী ও বেশি আয়ুর এই ঘোড়ার জমকালো ‘শো’ হয় অঞ্চলটির ছোট্ট গ্রাম আলপাইনে। এ জন্য প্রাণীগুলোকে প্রশিক্ষিত করা হয়। এ ছাড়া গাড়ি টানতেও জুড়ি নেই এই ঘোড়ার। ছবিগুলো গত ১৩ মে তোলা।

আস্তাবল থেকে দল বেঁধে বের হচ্ছে লিপিজান ঘোড়াগুলো
ছবি: এএফপি
গাড়ি নিয়ে ছুটছে দুটি লিপিজান ঘোড়া
আস্তাবলের বাইরে একটি লিপিজান ঘোড়াকে প্রশিক্ষণ দিচ্ছেন এক নারী
লিপিজান ঘোড়ার একটি আস্তাবল
শাবকের সঙ্গে খেলা করছে একটি লিপিজান ঘোড়া
বৃষ্টির মধ্যে মাঠে ঘাস খাচ্ছে লিপিজান ঘোড়াগুলো
‘ঘোড়ার শো’তে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে
প্রশিক্ষণের একপর্যায়ে সারিবদ্ধভাবে ঘোড়ার পিঠে চলছেন অশ্বচালকেরা
একটি আস্তাবলের কর্মী ঘোড়ার যত্ন নিচ্ছেন
তৃণভূমিতে ঘাস খাচ্ছে লিপিজান ঘোড়ার দল