স্লোভেনিয়ার পাহা লিপিকা অঞ্চলে রয়েছে বিস্তৃত চারণভূমি। সেখানে চড়ে বেড়ায় লিপিজান ঘোড়া। অত্যন্ত শক্তিশালী ও বেশি আয়ুর এই ঘোড়ার জমকালো ‘শো’ হয় অঞ্চলটির ছোট্ট গ্রাম আলপাইনে। এ জন্য প্রাণীগুলোকে প্রশিক্ষিত করা হয়। এ ছাড়া গাড়ি টানতেও জুড়ি নেই এই ঘোড়ার। ছবিগুলো গত ১৩ মে তোলা।
