কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কয়েক হাজার গোপন নথি ও ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গতকাল শুক্রবার প্রকাশিত এসব নথিতে এপস্টেইন ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মধ্যে সম্পর্কের বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে।
এসব নথিতে অনেক পরিচিত ব্যক্তির নাম রয়েছে, যাঁদের মধ্যে কেউ কেউ এর আগে এপস্টেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। নথিপত্র প্রকাশের পর থেকে এই ব্যক্তিদের ভূমিকা ও এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নথির কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প। আর সব ছবির সূত্রই মার্কিন বিচার বিভাগ