আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ভারতের গুজরাট উপকূলে আঘাত হানার পর এখন রাজস্থানের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। তবে আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যেতে পারে। বিপর্যয়ের আঘাতে ভারতে দুজনের মৃত্যু হয়েছে। ২২ জন আহত হয়েছেন। প্রচুর গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কয়েক দিন আরব সাগরে অবস্থানের পর ঘূর্ণিঝড় বিপর্যয় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের জাখু বন্দরসংলগ্ন উপকূলীয় এলাকায় আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটার। এই ঝড়ের আঘাতে পাকিস্তানেও ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানার আগে মান্ডভি সৈকতে কালো মেঘ জমে। গুজরাট রাজ্য, ভারতের পশ্চিমাঞ্চল, ১৫ জুন
ছবি: রয়টার্স/ফ্রান্সিস মাসকারেনহাস
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ স্থলভাগের আসার আগে করাচির উপকণ্ঠে মাছ ধরার নৌকা নোঙর করছেন জেলেরা। করাচি, পাকিস্তান, ১৫ জুন
জাখাউ বন্দরের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মান্ডভি শহরের মধ্য দিয়ে প্রবল বৃষ্টি ও বাতাস বয়ে যায়। ঘূর্ণিঝড় উত্তর দিকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল হতে শুরু করে। মান্ডভি শহর, ভারত, ১৬ জুন
মান্ডভি শহরের মধ্য দিয়ে প্রবল বাতাস বয়ে যাওয়ার সময় বাসিন্দারা বৃষ্টির মধ্যে হাঁটছেন। মান্ডভি, ভারত, ১৬ জুন
গুজরাট রাজ্যের ভুজে ঘূর্ণিঝড়ের পরে ভেঙে পড়া গাছের পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছেন দুজন। গুজরাট, ভারতের পশ্চিমাঞ্চল, ১৬ জুন
পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুজাওয়ালের একটি উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানার পর পানির মধ্য দাঁড়িয়ে আছে মানুষ। পাকিস্তান, ১৫ জুন
সিন্ধু প্রদেশের সুজাওয়ালে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানার পর পানির মধ্য দিয়ে পার হচ্ছে সাধারণ মানুষ। পাকিস্তান, ১৫ জুন
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ে’ প্রবল বাতাসের কারণে উপড়ে পড়ে একটি গাছ। গুজরাট, ভারতের পশ্চিমাঞ্চল, ১৫ জুন