বৃষ্টিতে সৃষ্ট বন্যার কবলে বেইজিং

সুপার টাইফুন ডকসুরির প্রভাবে প্রবল বৃষ্টিতে চীনের রাজধানী বেইজিং ও আশপাশের কয়েকটি প্রদেশে রাস্তাঘাট ডুবে গেছে। বাসাবাড়িতে আটকে পড়েছেন হাজারো বাসিন্দা। দুর্গত মানুষদের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংস্থা। স্পিডবোটে করে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে তাঁদের। বেইজিংয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরে এমন বৃষ্টি দেখেননি সেখানকার মানুষ।

ঝড়ের প্রভাবে বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত একটি সেতু। বেইজিং, চীন, ২ আগস্ট
 ছবি: রয়টার্স
প্রবল বৃষ্টির পর বাসিন্দারা বন্যার পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। হেবেই প্রদেশ, চীন, ১ আগস্ট
বন্যায় আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। হেবেই প্রদেশ, চীন, ২ আগস্ট
বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বেইজিং, চীন, ২ আগস্ট
ভারী বৃষ্টির পর প্লাবিত একটি সড়ক। হেবেই প্রদেশ, চীন, ২ আগস্ট
প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত একটি গ্রাম। হেবেই প্রদেশ, চীন, ২ আগস্ট
বৃষ্টি ও বন্যার পানি আসায় বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন এক নারী। এ সময় তাঁকে সাহায্য করছেন এক উদ্ধারকর্মী। বেইজিং, চীন, ২ আগস্ট
বাড়ির আঙিনায় বন্যার পানি। এক বয়স্ক ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে নিতে সাহায্য করছেন কয়েকজন। হেবেই প্রদেশ, চীন, ৩ আগস্ট
প্রবল বৃষ্টির পর বাড়িঘর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। হেবেই প্রদেশ, চীন, ২ আগস্ট
বন্যাকবলিত এলাকায় আটকে পড়া বাসিন্দাদের স্পিডবোটে করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। হেবেই প্রদেশ, চীন, ২ আগস্ট
বন্যার পানিতে নিমজ্জিত ভবন ও সড়ক। হেবেই প্রদেশ, চীন, ১ আগস্ট