দেশে দেশে ‘জেন–জি’ বিক্ষোভ

বিশ্বের বিভিন্ন দেশে জেন–জি প্রজন্মের তরুণেরা সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছেন। আফ্রিকার দেশ মাদাগাস্কার ও মরক্কো এবং লাতিন আমেরিকার দেশ পেরুতে হাজার হাজার তরুণ বিক্ষোভকারী রাস্তায় নামছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ হচ্ছে। দেশে দেশে ‘জেনি–জে’ প্রজন্মের তরুণ বিক্ষোভ নিয়ে ছবির গল্প

বিতর্কিত পেনশন সংস্কার, দুর্নীতি, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন স্পাইডারম্যান পোশাক পরা এক বিক্ষোভকারী। লিমা
ছবি: রয়টার্স
মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ব্যারিকেডের পাশে আগুন জ্বলছে। ৪ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার সমর্থনে প্ল্যাকার্ড হাতে সরকারপন্থীদের মিছিল। ৪ অক্টোবর ২০২৫, আন্তানানারিভো
মরক্কোর মোহাম্মদ ভি স্কয়ারে জনস্বাস্থ্যসেবা ও শিক্ষার সংস্কারের দাবিতে তরুণদের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ। ৬ অক্টোবর, কাসাব্লাঙ্কা
মরক্কোর সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি আট মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর পর তরুণদের নেতৃত্বে বিক্ষোভ। ৬ অক্টোবর, কাসাব্লাঙ্কা
জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে মরক্কোতে। মোহাম্মদ ভি স্কয়ারে তরুণদের অবস্থান ও বিক্ষোভ। ৬ অক্টোবর, কাসাব্লাঙ্কা
মোহাম্মদ ভি স্কয়ারে জনস্বাস্থ্যসেবা ও শিক্ষার সংস্কারের দাবিতে তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে বিজয় চিহ্ন দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। ৬ অক্টোবর, কাসাব্লাঙ্কা