সিঙ্গাপুরে সাঁতারের শৈল্পিক আয়োজন

বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ, আগে এফআইএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল। সাঁতার ও শৈল্পিক লাফের মিশেলে ছয়টি শাখায় আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের আসর বসেছে সিঙ্গাপুরে। সেই আয়োজন নিয়ে এবারের ছবির গল্প—

বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে সাঁতারে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক শুরুর আগমুহূর্তে। সিঙ্গাপুর, ২ আগস্ট
ছবি: রয়টার্স
৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের প্রতিযোগিতায় নেমেছেন নারী সাঁতারুরা। সিঙ্গাপুর, ২ আগস্ট
প্রাথমিক বাছাইয়ে নৈপুণ্য দেখাচ্ছেন নরওয়ের ইসাক বোর্সলিয়েন। ওসিবিসি অ্যাকুয়াটিক সেন্টার, সিঙ্গাপুর, ২ আগস্ট
নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের গ্রেচেন ওয়ালশ (বাঁয়ে) ও চীনের চেং ইউজি। ওসিবিসি অ্যাকুয়াটিক সেন্টার, সিঙ্গাপুর, ২ আগস্ট
নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার নামার আগে যুক্তরাষ্ট্রের গ্রেচেন ওয়ালশ। সিঙ্গাপুর, ২ আগস্ট
পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারের হিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রিটেনের সাঁতারু জোনাথন মার্শাল। ওসিবিসি অ্যাকুয়াটিক সেন্টার, সিঙ্গাপুর, ২ আগস্ট
পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে নৈপুণ্য দেখাচ্ছেন জার্মানির ওলে জোহানেস রোসলার। ওসিবিসি অ্যাকুয়াটিক সেন্টার, সিঙ্গাপুর, ২ আগস্ট
পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে জাপানের প্রতিযোগী রিকুটো তামাই। ওসিবিসি অ্যাকুয়াটিক সেন্টার, সিঙ্গাপুর, ২ আগস্ট