তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। আটকে পড়া মানুষের অবস্থান খুঁজে পেতে উদ্ধারকাজে যোগ দিয়েছে পেশাদার কুকুর। মৃতদেহের পাশাপাশি জীবিত অবস্থায়ও মানুষদের উদ্ধার করা হচ্ছে।

ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করছে এক উদ্ধারকর্মী। বিসনিয়া, সিরিয়া
ছবি: রয়টার্স
ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। হাতায়ে, তুরস্ক
জার্মানি থেকে আগত ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউয়ের (আইএসএআর) সদস্য হোপ নামের একটি উদ্ধারকারী কুকুর একটি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান করছে। কিরিখান, তুরস্ক
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন আবদুল আলিম মুয়াইনি। পাশে তাঁর স্ত্রী এসরার মরদেহ। হাতায়ে, তুরস্ক।
ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। হাতায়ে, তুরস্ক
উদ্ধারকারীরা আট বছর বয়সী সিরিয়ান ছেলে মেহেতেজ ফারাককে উদ্ধার করে নিয়ে আসছে। হাতায়ে, তুরস্ক
ধ্বংসস্তূপের নিচ থেকে ২০ দিন বয়সী বেঁচে থাকা একটি ছেলে শিশু কেরেম আগিরতাসকে উদ্ধার করে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। হাতায়ে, তুরস্ক
ধসে পড়া ভবনে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। হাতায়ে, তুরস্ক
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা একটি জীবিত মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে
সতের বছর বয়সী তুর্কি মেয়ে গুলকে জীবিত উদ্ধারের পর অ্যাম্বোল্যান্সের দিকে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইস্কেন্ডারুন, তুরস্ক
উদ্ধারের সময় একটি ছেলেকে ধ্বংসস্তূপ থেকে টেনে আনার সময় উদ্ধারকারীরা উল্লাস করছে। বিসনিয়া, সিরিয়া