চট্টগ্রামে বাণিজ্য মেলায় ভিড়

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। বিভিন্ন পণ্যের প্যাভিলিয়ন ও স্টলে দর্শনার্থীরা ভিড় করে প্রতিদিনই। অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায়। কেউ এসেছেন বন্ধুবান্ধব নিয়ে, কেউবা পরিবার–পরিজন নিয়ে। তাঁদের মধ্যে বেশির ভাগই মেলার প্রাঙ্গণ ঘুরে ছবি তুলে সময় কাটাচ্ছেন। আবার অনেকে পছন্দের পণ্যটি খুঁজছেন ও কেনাকাটা করছেন। এবারের বাণিজ্য মেলায় ৪০০টি স্টল রয়েছে।

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়।
ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়।
মেলায় বিহারি স্টলে ক্রেতারা ভিড় করেন।
মেলায় শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।
কাঠের তৈরি রুটি বানানোর যন্ত্র দর্শনার্থীদের দেখানো হচ্ছে।
এন্টিকের তৈরি আয়না মেলায় বিক্রি করা হচ্ছে।
ডাইনিং সেটটির দাম তিন লাখ টাকা।
মার্কস স্টলে শিশুদের বায়োস্কোপ দেখানো হচ্ছে।
কেওয়াই স্টিলের বিভিন্ন ডিজাইনের ঘর দেখছেন এক দর্শনার্থী।
মেলার প্রবেশমুখে ভূতের পোশাক পরে দর্শনার্থীদের বিভিন্ন ভঙ্গিমা দেখানো হচ্ছে।
পছন্দের গয়না দেখছেন একজন নারী ক্রেতা।
মেলায় আসা কার্পেট দেখছেন ক্রেতারা।
পছন্দের ব্যাগ দেখছেন দর্শনার্থীরা।