ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব চলছে। হারলেই বিদায় নিতে হবে অংশগ্রহণকারী দলকে। তাই জয়ের সর্বাত্মক চেষ্টায় অংশগ্রহণকারী দলগুলো। টুর্নামেন্টের ঢাকা পর্বের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচগুলো নিয়ে এবারের ছবির গল্প। ছবি তুলেছেন তানভীর আহাম্মেদ।
