পর্যটকদের অন্যতম আকর্ষণ আলুটিলা গুহা

ভ্রমণপিপাসুদের কাছে খাগড়াছড়ি খুব জনপ্রিয় একটি স্থান। এ জেলার বেশ কয়েকটি পর্যটনস্থানের মধ্যে আলুটিলা গুহা অন্যতম। খাগড়াছড়িতে বেড়াতে এলে পর্যটকদের অনেকেই একবারের জন্য হলেও আলুটিলা গুহায় আসেন। শীতের সময় পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্য রকম আকর্ষণ এই গুহা। গুহার এক প্রান্ত দিয়ে মশাল বা মুঠোফোনের আলো জ্বেলে ভেতরের সৌন্দর্য উপভোগ করতে করতে পর্যটকেরা বেরিয়ে আসেন গুহার অন্য প্রান্তে। আলুটিলা পর্যটনকেন্দ্র থেকে খাগড়াছড়ি শহরটিও দেখা যায়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্র থেকে তোলা ছবি।

আলুটিলা পাহাড়ে পর্যটকদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে সেতু ও ঘর
আলুটিলা পাহাড়ে পর্যটকদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে সেতু ও ঘর
আলুটিলা পাহাড় থেকে শহর দেখছেন পর্যটকেরা
এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তৈরি করা হয়েছে সেতু
পাহাড়চূড়ায় তৈরি করা বিভিন্ন পর্যটন অবকাঠামো
সিঁড়ি বেয়ে নামতে হয় গুহার এক প্রান্তে
গুহার শুরুর দিকে রয়েছে বিশাল আকারের বটগাছ
বিশাল বটগাছ আর সিঁড়ির জন্য অনেকটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়
মুঠোফোনে আলো জ্বালিয়ে গুহায় প্রবেশ করছেন পর্যটক
গুহার ভেতর পানি থাকায় সাবধানে প্রবেশ করতে হয় পর্যটকদের
গুহার ভেতর ছবি তুলছেন একজন
ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে মুঠোফোনে আলো জ্বালিয়ে চলাচল করেন পর্যটকেরা।
নিচু হয়ে সাবধানে হাঁটতে হয় পর্যটকদের
অন্য প্রান্তে কিছুটা খাড়াভাবে উঠে গেছে গুহাটি
অন্য প্রান্তেও রয়েছে একটি সিঁড়ি
বিশাল পাহাড়ের নিচে সরু গুহাটি দেখতে এমন