চালের জন্য দীর্ঘ অপেক্ষা

রাজধানীতে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাক থেকে চাল কিনতে আসা মানুষের ভিড় যেন কিছুতেই কমছে না। চালের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককেই। ওএমএসের ট্রাক আসার অপেক্ষায় সাতসকালেই রাস্তায় ভিড় করেন অনেক বাসিন্দা। আজিমপুর ও পান্থপথ ঘুরে তোলা ছবিগুলো আজ বৃহস্পতিবারের।

চালের জন্য অপেক্ষায় মানুষ। আজিমপুর, ঢাকা।
চালের জন্য অপেক্ষায় মানুষ। আজিমপুর, ঢাকা।
নারী–পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছেন ক্রেতারা। পান্থপথ, ঢাকা।
দীর্ঘ অপেক্ষার পর চাল পান ক্রেতারা। আজিমপুর, ঢাকা।
লাইনে আগে দাঁড়ানো নিয়ে শুরু হয় হট্টগোল। পান্থপথ, ঢাকা।
লাইনে দাঁড়িয়ে ট্রাকের কাছাকাছি যেতে লাগে দীর্ঘ সময়। অনেকেই চাল পাবেন কি না, সেই দুশ্চিন্তায় পড়েন। পান্থপথ, ঢাকা।
ট্রাকের সামনে অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত অনেকেই। পান্থপথ, ঢাকা।
একদিকে কাগজে সই করছেন ক্রেতা, অন্যদিকে পণ্য মাপছেন বিক্রেতা। পান্থপথ, ঢাকা।