বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান নাম বিজিবি) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ হয়। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ ঘটনায় শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের সামরিক সচিবেরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান এবং শহীদদের পরিবারেরা শ্রদ্ধা জানান। আজ শনিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে তাঁদের প্রতি এ শ্রদ্ধা জানানো হয়। করা হয় দোয়া-মোনাজাত।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম
প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেজর জেনারেল কবীর আহাম্মদ
শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান
স্যালুট দিয়ে ও এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান সামরিক বাহিনীর সদস্যরা
স্যালুট দিয়ে এক মিনিট নীরবতা পালন
শ্রদ্ধা নিবেদনের পর করা হয় দোয়া-মোনাজাত
মোনাজাতে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা
মোনাজাতে শহীদ সেনা কর্মকর্তাদের সহকর্মীরা
শ্রদ্ধা জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনেরা
শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা
শহীদ সেনা কর্মকর্তাদের কবরে ফুলেল শ্রদ্ধা