ঢাকায় এইচএসসির ফলাফলে আনন্দ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা মুঠোফোনে ফলাফল দেখতে শুরু করেন। সকাল থেকেই সশরীর ফলাফল জানতে কলেজে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বাদ্যবাজনা নিয়ে আনন্দে মেতে ওঠেন তাঁরা। ভালো ফলাফলের আনন্দ ভাগাভাগি করেন নিজেদের মধ্যে।

মুঠোফোনে ফলাফল দেখার চেষ্টা করছেন দুজন। অন্যজন প্রিয়জনকে ফলাফলের খবর জানাচ্ছেন। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ছবি: খালেদ সরকার
বোর্ডে টানানো ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ফলাফল উদ্‌যাপনের ছবি তুলছেন ফটোসাংবাদিকেরা। ছবির জন্য হাসিমুখে পোজ দিয়েছেন শিক্ষার্থীরা। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
আশানুযায়ী ফলাফলে অভিভাবক আবেগাপ্লুত, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
ভালো ফলাফলে মায়ের অবদানও কম নয়। মায়ের সঙ্গে এক শিক্ষার্থী। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ। নটরডেম কলেজ, ঢাকা
সহপাঠীর সঙ্গে আনন্দ প্রকাশ। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সহপাঠীর সঙ্গে আনন্দ প্রকাশ। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ। নটরডেম কলেজ, ঢাকা