Thank you for trying Sticky AMP!!

বায়ুদূষণের শহর ঢাকা

বায়ুদূষণের দূষিত শহরের তালিকায় এক দিন পর আজ বুধবার আবার প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। মঙ্গলবার শীর্ষে ছিল উজবেকিস্তানের শহর তাসখন্দ। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩১৯। বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় ঢাকার এ অবস্থান। রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় ধুলাচ্ছন্ন হয়ে থাকে পুরো এলাকা। প্রতিদিন এভাবে ধুলায় চলাচলের ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

ধুলা উড়িয়ে চলছে হিউম্যান হলার।
ভাঙা সড়কে ধুলার মধ্য চলছে যানবাহন।
ধুলায় অতিষ্ঠ রিকশাচালক ও যাত্রীরা।
ধুলাচ্ছন্ন সড়ক পার হচ্ছেন এক নারী।
ধুলা থেকে রক্ষা পেতে নাক–মুখ চেপে রেখেছেন এক তরুণ।
মাস্ক পরে সাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন এক তরুণ।
রিকশার পাশ দিয়ে ধুলা উড়িয়ে যাচ্ছে এক ট্রাক।
এভাবেই প্রতিদিন বাসের অপেক্ষায় থাকেন যাত্রীরা।
দূষিত বাতাসের মধ্য দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে দুই শিশু।
তুরাগ নদীর তীরে ঘেঁষে প্রায় সব গাছপালা ধুলায় আচ্ছন্ন থাকে।