গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে শুক্রবার ফজরের নামাজের পর শুরু হচ্ছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। ইজতেমায় যোগ দিতে গত মঙ্গলবার থেকেই মাঠে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা, আসছেন অনেক বিদেশি মুসল্লিও। তবে বৃহস্পতিবার সকাল থেকে ভিড় বেশি দেখা যায়। এদিন মুসল্লিদের খাবারের আয়োজন, অজু করা, নামাজ আদায়সহ জিকির–আসগারে ব্যস্ত থাকতে দেখা যায়। ইজতেমা ময়দান এলাকা ঘুরে ছবিগুলো তোলা।