রাত পেরোলেই শুরু বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে শুক্রবার ফজরের নামাজের পর শুরু হচ্ছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। ইজতেমায় যোগ দিতে গত মঙ্গলবার থেকেই মাঠে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা, আসছেন অনেক বিদেশি মুসল্লিও। তবে বৃহস্পতিবার সকাল থেকে ভিড় বেশি দেখা যায়। এদিন মুসল্লিদের খাবারের আয়োজন, অজু করা, নামাজ আদায়সহ জিকির–আসগারে ব্যস্ত থাকতে দেখা যায়। ইজতেমা ময়দান এলাকা ঘুরে ছবিগুলো তোলা।

দলে দলে মুসল্লিরা আসছেন ইজতেমা মাঠে।
দলে দলে মুসল্লিরা আসছেন ইজতেমা মাঠে।
চলছে খাবারের বন্দোবস্ত।
দল বেঁধে দুপুরের খাবার খাওয়া।
ইজতেমা মাঠের মানচিত্র দেখে নিচ্ছেন কেউ কেউ।
বিশ্রাম নিচ্ছেন মুসল্লিরা।
শামিয়ানা টানিয়ে প্রস্তুত ইজতেমা মাঠ।
যত দূর চোখ যায় শামিয়ানার ছাউনি।
ভিড়ের মধ্যে একজন মুসল্লি।
ধর্মীয় বই পড়ছেন একজন।
দূরদূরান্ত থেকে এসে ক্লান্ত অনেকে।
জোহর নামাজের সময় ভিড় আরও বেড়ে যায়।
জোহর নামাজ আদায়ের আগে অজু করছেন মুসল্লিরা।
কেউ অজু করছেন, কেউ অজুর অপেক্ষায়।
অজু করার স্থানে ভিড়।
নামাজের জন্য নির্ধারিত জায়গায় পৌঁছানোর চেষ্টা।
জোহরের নামাজ আদায়।