Thank you for trying Sticky AMP!!

মইন উদ্দীন খান বাদল আর নেই

মঈন উদ্দীন খান বাদল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল আর নেই। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান।

মইন উদ্দীন খান বাদলের ছোট ভাই মনির খান জানান, দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তিনি ভারতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

জাতীয় সংসদের জনসংযোগ কর্মকর্তা নুরুল হুদা বলেন, সংসদ কর্মকর্তারা জানিয়েছেন কিছুদিন ধরেই মইন উদ্দীন খান বাদল অসুস্থ ছিলেন। তাঁর হার্টের সমস্যাসহ স্বাস্থ্যবিষয়ক নানা জটিলতা ছিল। চিকিৎসার জন্য সম্প্রতি তিনি বেঙ্গালুরু যান। সেখানেই আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মইন উদ্দীন খান বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনের সাংসদ। দুই বছর আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এ ছাড়া তিনি হৃদরোগেও ভুগছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মইন উদ্দীন খান বাদল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের ভূমিকা ছিল।