Thank you for trying Sticky AMP!!

নুরুলের বিরুদ্ধে মামলা, সরকারের নোংরামি বন্ধ চায় গণফোরাম

ড. কামাল হোসেন ও নুরুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণফোরাম। তারা সরকারকে এই ধরনের রাজনৈতিক নোংরামি বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক  কমিটির সদস্য মোশতাক আহমেদের পাঠানো বিবৃতিতে ড. কামাল হোসেন এবং রেজা কিবরিয়া এসব কথা বলেন। তাঁরা বলেন, ‘আমরা ডাকসু ভিপি নুরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছি। মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নুরকে হয়রানি করা হচ্ছে।’ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেছেন, প্রয়োজনে তাঁরা নুরুলকে আইন সহায়তা দেবেন।

গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লালবাগ থানায় নুরুলসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে একটি মিছিল থেকে নুরুলসহ আটজনকে আটক করে পুলিশ। সোয়া এক ঘণ্টা পর নুরুলকে ছেড়ে দেওয়ার কথাও জানায় পুলিশ। এ ছাড়া গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানায় নুরুল হকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই শিক্ষার্থী।

বিবৃতিতে গণফোরাম নেতারা বলেন, অতীতেও রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি। আমরা সরকারকে এই রাজনৈতিক নোংরামি বন্ধের আহ্বান জানাচ্ছি এবং ভিপি নুরের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রয়োজন বোধে গণফোরাম ভিপি নুরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা প্রদান করবে।’