Thank you for trying Sticky AMP!!

পৌর এলাকা পরিষ্কারে অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতারা

নিজ দলের নেতা-কর্মীদের নিয়ে দিনাজপুর পৌর এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার অভিযানে নেমেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব। ছবি: প্রথম আলো

দিনাজপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা তুলে গাড়িতে করে নির্দিষ্ট স্থানে ফেলেন তাঁরা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর রেলস্টেশন চত্বর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। এ সময় দুইটি পিক আপ ভ্যানে করে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকা ময়লা আবর্জনা তুলে গাড়িতে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলেন তাঁরা।

আবু ইবনে রজব বলেন, ‘দিনাজপুর পৌর এলাকার ১২টি ওয়ার্ডই ময়লা আবর্জনায় ভরা। অপরিষ্কার ড্রেন ও ভাঙা রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। পৌরবাসী দুর্গন্ধ ও মশা-মাছির সঙ্গেই বসবাস করছেন। গত ১০ বছরে দিনাজপুর পৌরসভার কোনো উন্নতি হয়নি। মেয়রের গুরুত্বহীনতার কারণে দিনাজপুর পৌরবাসী ভোগান্তির শিকার। দিনাজপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই আমরা স্বেচ্ছাসেবক লীগ পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করবার উদ্যোগ গ্রহণ করেছি।’ এই প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিটো প্রমুখ।