Thank you for trying Sticky AMP!!

র্যাগিংয়ের নামে নির্যাতন সহ্য করা যায় না: শিরীন আক্তার

শিরীন আখতার

র‌্যাগিংয়ের নামে কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের ওপর নির্যাতন সহ্য করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে জাসদ আয়োজিত সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিরীন আখতার বলেন, ‘র‌্যাগিংয়ের নামে কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের ওপর দলবাজি, ক্ষমতাবাজি ও আধিপত্যবাদের নির্যাতন সহ্য করা যায় না। ছাত্ররা সহ্য করতে পারে না। আর পারে না বলেই সমগ্র ছাত্রসমাজ আজ ফুঁসে উঠেছে। আমরা তাদের পাশে আছি। আমরা তাদের অভিভাবক হয়ে বলতে চাই, এমন শিক্ষাপ্রতিষ্ঠান আমরা চাই না।’

শিরীন আখতার বলেন, ‘আমরা যখন শিক্ষাপ্রতিষ্ঠানে ছিলাম, শিক্ষার অধিকার, মর্যাদা, শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করার জন্য একযোগে ছাত্র, শিক্ষক ও কর্মচারী লড়াই করেছি। কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যার মধ্য দিয়ে আমরা যা দেখলাম, তা দুর্ভাগ্যের কথা, লজ্জার কথা।’ তিনি বলেন, ‘আবরার হত্যার বিচারে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এতে আমরা আশ্বস্ত।’ তিনি আরও বলেন, ‘৮০ থেকে ৮২ আমরা আন্দোলন শুরু করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। জাসদ সে জন্য কাজ করে যাচ্ছে।’

নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহর আলীসহ কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা।