Thank you for trying Sticky AMP!!

শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও কথা বলা যায়: কাদের

আজ সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। ছবি : প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির না যাওয়ার সিদ্ধান্তকে তাদের নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আগামী ২ ফেব্রুয়ারির অনুষ্ঠান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, এটি আনুষ্ঠানিক সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও কথা বলা যায়। এখানে তারা এলে, কথা বললে সেখানে আলাপ-আলোচনা হতে পারত। কিন্তু তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা গণতন্ত্র সম্মত নয়। এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের দুই নির্বাচিত সদস্যের শপথ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে যে খবর এসেছে সেটিকে ইতিবাচক বলে মনে করছেন ওবায়দুল কাদের।