কিছু চেনা মুখ, চেনা সংগঠন সব সময় বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করে: তথ্যমন্ত্রী

সচিবালয়ে আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২২–২৩ অর্থবছরের বাজেট নিয়ে সমালোচনার জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এটা সরকারের একনাগাড়ে চতুর্দশ বাজেট পেশ। এর আগে আরও ১৩টি বাজেট পেশ হয়েছে। সাড়ে ১৩ বছর ধরে যখনই বাজেট পেশ করা হয়েছে, তখনই দেখা গেছে কিছু চেনা মুখ, চেনা সংগঠন সব সময় এই বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আমরা উত্তরাধিকারসূত্রে যে বাজেট পেয়েছিলাম, সেটি ৮০ হাজার কোটি টাকার কম ছিল। এখন সেই বাজেট ৮ থেকে ৯ গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকায়। মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়ে সাড়ে ১৩ বছরে ২ হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার ৪১ থেকে ২০ শতাংশের নিচে নেমেছে এবং অতিদরিদ্রের হার প্রায় ১০ শতাংশে নেমে এসেছে।’

প্রস্তাবিত বাজেট গরিববান্ধব বাজেট উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রায় ৯০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি, কৃষি, বিদ্যুৎ, গ্যাসে ভর্তুকি দেওয়া, এসবই আপামর সাধারণ মানুষের জন্য।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতারা আমাদের নজরে এনেছেন যে কিছু পত্রিকার অনলাইন ভার্সন ও সংবাদ পোর্টাল অনলাইনে টক শো, এমনকি কেউ কেউ নিউজ বুলেটিনও প্রচার করছে, যার কোনো অনুমতি নেই। আমরা আইনকানুন ঘেঁটে দেখেছি। আইনে অনলাইন গণমাধ্যম নীতিমালার দ্বিতীয় অনুচ্ছেদের দুই, চার ও ছয় উপধারার বিধান অনুসারে তারা এ ধরনের কিছু প্রচার করতে পারে না।’

পত্রিকায় যে সংবাদ প্রকাশ পায়, সেটিই অনলাইনে প্রকাশ পাবে, এমন শর্তে পত্র-পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নিবন্ধন দেওয়া হয়েছিল বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডিজিটাল যুগে সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ দিলে আমি মনে করি, সেটিতে নিয়মনীতির ব্যত্যয় হয় না। কিন্তু একেবারে টক শো কিংবা নিউজ বুলেটিন প্রচার করা নীতিমালা অনুমোদন করে না।’