Thank you for trying Sticky AMP!!

সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মিয়ানমারে সেনা অভ্যুত্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে কড়া পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় গুলশানের পুলিশ প্লাজায় নৌ–পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী এই কথা বলেছেন।

Also Read: আল–জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক: কাদের

আল–জাজিরার প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আল-জাজিরা টেলিভিশনে সম্প্রতি সম্প্রচারিত প্রতিবেদনটি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন করা হয়েছে। অতীতেও এমন মনগড়া সংবাদ প্রচার করা হয়েছে। তিনি দেশবাসীকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Also Read: আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা ও অবমাননাকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

সম্প্রতি দেশে বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির জন্য মদ আমদানি বন্ধ রয়েছে। এ জন্য বিদেশি মদের সংকট রয়েছে। এই সুযোগে একটি চক্র নকল মদ উৎপাদন করছে। এদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।