হাসপাতালের সিসিইউতে হেফাজতের মহাসচিব

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের সুস্থতা কামনায় সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এ আবেদন জানান।

বিবৃতিতে বলা হয়, আল্লামা নুরুল ইসলাম দেশের একজন শীর্ষস্থানীয় বিদগ্ধ আলেম। তিনি দারুল উলুম হাটহাজারীর শুরা সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, যুক্তরাজ্যের জামিয়া খাতামুন্নাবিয়্যীনসহ অসংখ্য মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। শনিবার ঢাকায় হেফাজতের ওলামা মশায়েখ সম্মেলন থেকে বের হওয়ার সময় তাঁর বুকে ব্যথা শুরু হয়। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়ার আবেদন করেছেন তিনি।