Thank you for trying Sticky AMP!!

বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলায় আহত তাবিথ আউয়াল

ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল

রাজধানীর বনানীতে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় তাবিথ আউয়াল আহত হয়েছেন। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল দলের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে এ হামাল চালান তাঁরা।

হামলায় তাবিথ আউয়াল মাথায় আঘাত পেয়েছেন বলে তাঁর ব্যক্তিগত সহকারী নাজমুল হুদা প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় আহত তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু এর এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এর মধ্যে সন্ধ্যা সাতটার দিকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউর একপাশে মোমবাতি হাতে সারিবদ্ধভাবে দাঁড়ান বিএনপির নেতা–কর্মীরা। তখন রাস্তার উল্টো দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।

Also Read: বনানীতে বিএনপির কর্মসূচিতে আ.লীগের হামলা

বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি চলাকালে বক্তব্য দিচ্ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। রাত পৌনে আটটার দিকে কর্মসূচির প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষ করার পরপরই ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় বিএনপির নেতা–কর্মীরা প্রথমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা–কর্মী লাঠিসোঁটা নিয়ে একযোগে হামলা করলে সবাই বনানী কে ব্লকের ২৬ নম্বর রোড দিয়ে সরে যান।