দ্বাদশ সংসদকে লাল কার্ড দেখাল এবি পার্টি

লাল কার্ড হাতে এবি পার্টির নেতা–কর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
লাল কার্ড হাতে এবি পার্টির নেতা–কর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ‘প্রহসনের’ নির্বাচনের মাধ্যমে জালিয়াতি করে ‘ডামি’ সংসদ গঠন করেছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির নেতারা। তাঁরা এই সংসদকে লাল কার্ড প্রদর্শন করে বয়কটের আহ্বান জানান।

আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বেলা সাড়ে তিনটায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিক্ষোভ শুরুর আগে আয়োজিত সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, সংবিধান লঙ্ঘন করে এই সংসদের সদস্যরা অবৈধভাবে শপথ নিয়েছেন। তাঁদের বয়কট করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবি পার্টির এই সংগ্রাম চলছে, চলবে।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সুযোগ পেলেই বাকশালের রূপ ধারণ করে। আমাদের এই প্রতীকী লাল কার্ড প্রদর্শন মূলত দেশের পঁচানব্বই ভাগ মানুষের পক্ষ থেকে বেআইনি সংসদকে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক প্রতিবাদ।’

সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

এবি পার্টির মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল ও পুরানা পল্টন মোড় প্রদক্ষিণ করে। এ সময় দলটির নেতা-কর্মীরা জাতীয় সংসদের অধিবেশনকে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।