লালমনিরহাটের শ্রীশ্রী পাটেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গের কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ
লালমনিরহাটের শ্রীশ্রী পাটেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গের কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ

চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি আসাদুজ্জামান ফুয়াদের

চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, তিস্তা প্রকল্পের মাধ্যমে শুধু চার জেলার সাড়ে পাঁচ লাখ কৃষক নন, একই সঙ্গে তিস্তাপারের দুই কোটি জনগোষ্ঠী উপকৃত হবে।

শনিবার তিস্তা ব্যারাজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের একটি মহাপরিকল্পনা চেয়েছেন। প্রধান উপদেষ্টার এই প্রস্তাব স্বাগত জানিয়ে সরকারকে এই প্রকল্পগুলো দ্রুত গতিশীল করার দাবি জানান।

এরপর বুড়িমারী বন্দর পরিদর্শন করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। পরে লালমনিরহাটের শ্রীশ্রী পাটেশ্বরী মন্দিরে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক প্রয়াত এরশাদ হোসেনের ছেলে আবু রাইয়‍ান, বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান রাজী প্রধান, এবি পার্টির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাছেত, সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রংপুর মহানগর আহ্বয়ক আবদুর রউফ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, রংপুর মহানগরের সদস্যসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, নীলফামারী জেলা আহ্বয়ক মো. লিয়াকত আলী, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, নীলফামারী সদস্যসচিব মো. আলতাফ হোসাইন, কেন্দ্রীয় কৃষি সহকারী সম্পাদক মোহাম্মদ ওমানসহ বিভিন্ন উপজেলার নেতারা।