‘মানবিক করিডর’ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য সরকারে প্রতি আহ্বান গণসংহতির

রোহিঙ্গা সমস্যা, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ও মানবিক সহায়তার জন্য করিডর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ইতিমধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। এই সংকটের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়ে আলাপ–আলোচনা ও ঐকমত্য জরুরি। মানবিক সহায়তা করিডরের সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত।