Thank you for trying Sticky AMP!!

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিজয়ী তাহসীন বাহার বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। সঙ্গে তাঁর সমর্থকেরা। কুমিল্লা জিলা স্কুল, ৯ মার্চ

মানুষ যে পরিবর্তন চাচ্ছে, তার ফল পেয়েছি: নবনির্বাচিত মেয়র তাহসীন

কুমিল্লার মানুষ যে পরিবর্তন চাচ্ছে, উন্নয়ন চাচ্ছে, তারই ফল ভোটে পেয়েছেন বলে মনে করেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার। তিনি বলেন, ‘মহানগর আওয়ামী লীগের সব নেতা–কর্মী কষ্ট করেছে, এটা আমাদের নেতা-কর্মীদের বিজয়।’

বেসরকারিভাবে ফল ঘোষণার ঘণ্টাখানেক আগে কুমিল্লা জিলা স্কুলে গণমাধ্যমের কাছে এমন অভিব্যক্তির কথা জানান তাহসীন বাহার। ততক্ষণে অবশ্য তাহসীন ও তাঁর নেতা-কর্মীরা জয়ের ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

আজ শনিবার বিকেল সাড়ে চারটা থেকে কুমিল্লা জিলা স্কুলের মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু হয়। ১০৫টি কেন্দ্রের মধ্যে যখন ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, তখন তাহসীন বাহার মিলনায়তনে আসেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তখন তিনি নিকটতম প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন।

তাহসীন বাহার গণমাধ্যমকে বলেন, ‘অনেক পেশাজীবী এবং সামাজিক সংগঠন আমার পাশে ছিল। এটা তাদের সকলের বিজয়। সর্বোপরি বলতে পারি, এটা কুমিল্লার মানুষের বিজয়।’

কাজের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকারে কী থাকবে এমন প্রশ্নে তাহসীন বলেন, ‘প্রথম অগ্রাধিকার থাকবে সততার সঙ্গে কাজ করা।’ কাজ করার ক্ষেত্রে পরাজিত প্রার্থীদের সহযোগিতা চাইবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আইডিয়া শেয়ারিংয়ে বিশ্বাস করি। এর আগে আমি অনেক সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ করেছি। কুমিল্লার মানুষের মঙ্গলের জন্য তাঁরা যদি মনে করেন, তাঁরা আমাকে পরামর্শ দিতে পারেন। অবশ্যই আমি তাদের স্বাগত জানাব।’

আপনার বাবা এই এলাকার সংসদ সদস্য এবং আপনি মেয়র হচ্ছেন, এতে স্বার্থের দ্বন্দ্ব হবে কি না—এ প্রশ্নের জবাবে তাহসীন বলেন, ‘এটা বরং কুমিল্লার জন্য ভালো হবে। কারণ, আমার বাবা এমপি, বারবার কুমিল্লার মানুষের মন জয় করে মানুষের ভোট পেয়ে বিজয়ী হয়ে সংসদে তাদের প্রতিনিধিত্ব করছেন। আমি আমার বাবার পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। এখন দুজন একসঙ্গে কাজ করলে কুমিল্লার উন্নয়ন এবং কুমিল্লার মানুষের জন্য কাজ অনেক বেশি হবে।’