আনোয়ারায় আওয়ামী লীগের জনসভায় নেতাদের বক্তব্য শুরু, যোগ দেবেন প্রধানমন্ত্রী

আনোয়ারায় কেইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় আসছেন নেতা–কর্মীরা
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা। আজ শনিবার সকাল নয়টার দিকে এ জনসভা শুরু হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

আনোয়ারায় কেইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় নৌকার মডেল নিয়ে যোগ দেন নেতা–কর্মীরা

জনসভায় সকাল সাড়ে সাতটা থেকে লোকসমাগম হতে থাকে। এই জনসভায় আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালীসহ উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। এতে সভাপতিত্ব করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। সভা পরিচালনা করছেন দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভা শুরু হওয়ার পর সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার, যুবলীগ নেতা বদিউল আলম, আওয়ামী লীগ নেতা আ ম ম মিনহাজুর রহমান, আবুল কাদের, হাসান মাহমুদ হাসনী প্রমুখ স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

সাড়ে চার বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চার লেনের এই টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। টোল দিয়েই টানেল ব্যবহার করতে হবে। শুধু দেশেই প্রথম নয়, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সড়ক টানেল এটি।