
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, শিক্ষা ও মতপ্রকাশের মুক্ত পরিবেশে এমন বর্বরতা গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এর দায় বর্তমান সরকারের এবং শাসনব্যবস্থার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে শাহরিয়ার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাতে হবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলন বিবৃতিতে আরও বলেছে, ‘শাহারিয়ারের রক্ত ন্যায়সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।’